হাওর বার্তা ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে কর্মসূচি উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুস সোবহান। বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধন কমিটির উদ্যোগে এই কর্মসূচি হাতে নেয়া হয়।
কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনারের স্ত্রী বিশিষ্ট জীব বিজ্ঞানী ড. পত্রালিকা চট্টোপাধ্যয়।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাবি প্রক্টর ড. মো. লুৎফর রহমান, জনসংযোগ প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার, বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধন কমিটির সদস্য সচিব অধ্যাপক সাবরিনা নাজ, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মু. নূরুল আমিন প্রমূখ।