হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জে পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থীকে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। ওই শিক্ষার্থী এখন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক।
জানা গেছে, কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ নামাপাড়া এলাকার মাদকাসক্ত ও সন্ত্রাসীদের সাথে বিরোধ চলে আসছিল একই এলাকার মো. কাউছার আকন্দ লিটনের ছেলে আইয়ুব হেনা পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেক্ট্রনিক্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাহাদাৎ আকন্দের। তার বাড়িতে গিয়ে সন্ত্রাসীরা এর আগে প্রাণনাশের হুমকি দিয়েছিল বলেও অভিযোগ পাওয়া গেছে।
এসবের জের ধরে গত ৫ সেপ্টেম্বর লতিবাবাদের উজ্জলের নেতৃত্বে ৭/৮ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ওই শিক্ষার্থীর বাড়িতে ঢুকে হামলা চালায় বলে অভিযোগ তার পরিবারের। এ সময় তারা লুটপাট করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে।
সন্ত্রাসীরা শিক্ষার্থী শাহাদাৎ আকন্দের গলায় ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে জেলা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার গলায় ছোট বড় ১৩টি রগ কাটা গেছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় শিক্ষার্থী শাহাদাৎ আকন্দের বাবা মো. কাউছার আকন্দ বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।