আশি দশকে আর্জেন্টিনার সেরা তারকা ছিলেন দিয়াগো ম্যারডোনা। আর এই দশকে আর্জেন্টিনার উজ্জ্বল তারকা লিওনেল মেসি। তবে কে সেরা এই বির্তক এখন চলমান। কিন্তু ম্যারাডোনা মনে করেন, ‘মেসি বিশ্বসেরা খেলোয়াড়। তবে মেসির চেয়ে আমার গোল অনেক বেশি সুন্দর।’
১৯৭৭ থেকে ১৯৯৪ পর্যন্ত আর্জেন্টিনার হয়ে মাঠ মাতিয়েছেন ম্যারাডোনা। ৯১ ম্যাচে গোল করেছেন ৩৪টি। পায়ের জাদুতে ১৯৮৬ বিশ্বকাপে একাই আর্জেন্টিনাকে শিরোপা এনে দিয়েছেন ম্যারাডোনা।
ম্যারাডোনার পর আর্জেন্টিনা দলে সেরা খেলোয়াড়ের মুকুটা মাথায় পড়েছেন মেসিই। পরিসংখ্যানের দিক দিয়ে ইতোমধ্যে ম্যারাডোনাকে ছাড়িয়েও গেছেন মেসি। জাতীয় দলের হয়ে ৯৭ ম্যাচে অংশ নিয়ে ৪৫ গোল করেছেন তিনি। কিন্তু তারপরও প্রশ্নটা থেকে যাচ্ছে, কে সেরা? ম্যারাডোনা নাকি মেসি!
এই প্রশ্নের উত্তর নিয়ে বির্তক চলবেই। কিন্তু এবার এই প্রশ্নের উত্তরটা নিজেই দিলেন ম্যারাডোনা, ‘মেসি বিশ্বসেরা খেলোয়াড়। এতে কোন সন্দেহ নেই। সে তার নিজস্ব স্টাইলে খেলে থাকে। আর সে নিজস্ব স্টাইলে গোলও করে। তবে মেসির চেয়ে আমার গোল অনেক বেশি সুন্দর।’
সূত্র-বাসস।
সংবাদ শিরোনাম
মেসি বিশ্বসেরা: ম্যারাডোনা
- Reporter Name
- আপডেট টাইম : ০৬:০০:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০১৫
- ৪৮১ বার
Tag :
জনপ্রিয় সংবাদ