ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীতে জালিয়াত চক্রের চার সদস্য গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৭
  • ২৭২ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জালিয়াত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

গতকাল শনিবার রাতে ডিএমপির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের একটি বিশেষ টিম তাদের আটক করে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- মোসলেম মিয়া, শাহআলম কবীর, আশিকুর রহমান ও আবদুর রহিম।

তাদের কাছ থেকে জাল পুলিশ ক্লিয়ারেন্স এক হাজার ৬১২টি, বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের নকল সিল ৬৯টি, নোটারি পাবলিকের অ্যাম্বুস সিল তিনটি, বিভিন্ন জেলার পুলিশ সুপার ও ওসির সিল ৬১৭টি, পাঞ্চ মেশিন তিনটি, কম্পিউটার দুইটি এবং একটি প্রিন্টার উদ্ধার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন বলেন, এই প্রতারক চক্র প্রতিটি ক্লিয়ারেন্স দেওয়ার জন্য সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকে। অথচ বৈধ উপায়ে সোনালী ব্যাংকে আবেদনপত্রের সঙ্গে মাত্র পাঁচশ’ টাকা জমা দিয়ে সহজেই পুলিশের কাছ থেকে এ ক্লিয়ারেন্স পাওয়া যায়। সহজ সরল লোকজন দালালদের খপ্পরে পরে এ ধরনের ক্লিয়ারেন্স সার্টিফিকেটের মাধ্যমে প্রতারিত হচ্ছেন।

আবদুল বাতেন বলেন, গত মার্চ মাস থেকে তারা এ ব্যবসা শুরু করে। তাদের সঙ্গে আদম ব্যবসায়ীদের যোগসাজশ রয়েছে। আদম ব্যবসায়ীদের চাহিদা মতোই তারা ক্লিয়ারেন্স সার্টিফিকেট সরবরাহ করে থাকে। আর কে জড়িত তা জানতে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে জালিয়াত চক্রের চার সদস্য গ্রেপ্তার

আপডেট টাইম : ০৪:২৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৭

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জালিয়াত চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

গতকাল শনিবার রাতে ডিএমপির সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের একটি বিশেষ টিম তাদের আটক করে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- মোসলেম মিয়া, শাহআলম কবীর, আশিকুর রহমান ও আবদুর রহিম।

তাদের কাছ থেকে জাল পুলিশ ক্লিয়ারেন্স এক হাজার ৬১২টি, বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের নকল সিল ৬৯টি, নোটারি পাবলিকের অ্যাম্বুস সিল তিনটি, বিভিন্ন জেলার পুলিশ সুপার ও ওসির সিল ৬১৭টি, পাঞ্চ মেশিন তিনটি, কম্পিউটার দুইটি এবং একটি প্রিন্টার উদ্ধার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন বলেন, এই প্রতারক চক্র প্রতিটি ক্লিয়ারেন্স দেওয়ার জন্য সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকে। অথচ বৈধ উপায়ে সোনালী ব্যাংকে আবেদনপত্রের সঙ্গে মাত্র পাঁচশ’ টাকা জমা দিয়ে সহজেই পুলিশের কাছ থেকে এ ক্লিয়ারেন্স পাওয়া যায়। সহজ সরল লোকজন দালালদের খপ্পরে পরে এ ধরনের ক্লিয়ারেন্স সার্টিফিকেটের মাধ্যমে প্রতারিত হচ্ছেন।

আবদুল বাতেন বলেন, গত মার্চ মাস থেকে তারা এ ব্যবসা শুরু করে। তাদের সঙ্গে আদম ব্যবসায়ীদের যোগসাজশ রয়েছে। আদম ব্যবসায়ীদের চাহিদা মতোই তারা ক্লিয়ারেন্স সার্টিফিকেট সরবরাহ করে থাকে। আর কে জড়িত তা জানতে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।