ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

এক সাধারণ পরিবারের সন্তানকে বিয়ে করতে যাচ্ছেন জাপানের রাজকন্যা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪১:১৫ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০১৭
  • ২৯৫ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজপথ মিশে গেল জনপথে! জাপানের রাজকন্যা মিশে গেলেন আমজনতার স্রোতে। হয়ে গেলেন একটি অতি সাধারণ পরিবারের গৃহবধূ। এক সাধারণ পরিবারের সন্তান কেই কোমুরোকে বিয়ে করতে যাচ্ছেন রাজকন্যা মাকো। গত রবিবার তাঁদের বাগদান (এনগেজমেন্ট) হল। পাত্র কোমুরো টোকিওর একটি ল’ অফিসের সাধারণ কর্মী।

নিয়ম অনুযায়ী, সাধারণ পরিবারে বিয়ে করায় রাজপরিবারের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছেদ করতে হবে যুবরানি মাকোকে। তিনি সম্রাট আকিহিতোর চার নাতি-নাতনির মধ্যে বয়সে সবচেয়ে বড়। শারীরিক কারণে আর রাজক্ষমতা ভোগ না করার ইচ্ছা আগেই প্রকাশ করেছিলেন ৮৩ বছর বয়সী সম্রাট আকিহিতো। গত জুনে তাঁর সেই ইচ্ছা অনুমোদিত হয়েছে জাপানের পার্লামেন্টে।

পাত্র কোমুরোর সঙ্গে জাপানের রাজকন্যা মাকোর পরিচয় হয় ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটিতে পড়ার সময়। সেই কলেজের গণ্ডী পেরিয়ে রাজকন্যা মাকো লিসেস্টার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিও পাশ করেছেন অনেক আগেই।

বর্তমানে কাজ করছেন টোকিওর মিউজিয়ামে গবেষক হিসেবে। আর কলেজের পড়াশোনা শেষ করে টোকিওর একটি ল’ অফিসে কাজ করতে ঢোকেন কোমুরো। রাজপরিবারের কৌলীন্য, প্রতিপত্তি দুজনের বহু দিনের প্রেমে যে ব্যাঘাত ঘটাতে পারেনি, রবিবারের এনগেজমেন্টই তার সবচেয়ে বড় প্রমাণ।
এর আগে সাধারণ পরিবারের কন্যা কেট মিডলটন যুবরাজ উইলিয়ামকে বিয়ে করে ব্রিটেনের রাজপরিবারের পুত্রবধূ হয়েছিলেন। আর এক্ষেত্রে সাধারণ পরিবারের সন্তান কোমুরোকে বিয়ে করার জন্য জাপানের রাজপরিবারের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছেদ করতে হচ্ছে রাজকন্যা মাকোকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

এক সাধারণ পরিবারের সন্তানকে বিয়ে করতে যাচ্ছেন জাপানের রাজকন্যা

আপডেট টাইম : ০৩:৪১:১৫ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০১৭

হাওর বার্তা ডেস্কঃ রাজপথ মিশে গেল জনপথে! জাপানের রাজকন্যা মিশে গেলেন আমজনতার স্রোতে। হয়ে গেলেন একটি অতি সাধারণ পরিবারের গৃহবধূ। এক সাধারণ পরিবারের সন্তান কেই কোমুরোকে বিয়ে করতে যাচ্ছেন রাজকন্যা মাকো। গত রবিবার তাঁদের বাগদান (এনগেজমেন্ট) হল। পাত্র কোমুরো টোকিওর একটি ল’ অফিসের সাধারণ কর্মী।

নিয়ম অনুযায়ী, সাধারণ পরিবারে বিয়ে করায় রাজপরিবারের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছেদ করতে হবে যুবরানি মাকোকে। তিনি সম্রাট আকিহিতোর চার নাতি-নাতনির মধ্যে বয়সে সবচেয়ে বড়। শারীরিক কারণে আর রাজক্ষমতা ভোগ না করার ইচ্ছা আগেই প্রকাশ করেছিলেন ৮৩ বছর বয়সী সম্রাট আকিহিতো। গত জুনে তাঁর সেই ইচ্ছা অনুমোদিত হয়েছে জাপানের পার্লামেন্টে।

পাত্র কোমুরোর সঙ্গে জাপানের রাজকন্যা মাকোর পরিচয় হয় ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটিতে পড়ার সময়। সেই কলেজের গণ্ডী পেরিয়ে রাজকন্যা মাকো লিসেস্টার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিও পাশ করেছেন অনেক আগেই।

বর্তমানে কাজ করছেন টোকিওর মিউজিয়ামে গবেষক হিসেবে। আর কলেজের পড়াশোনা শেষ করে টোকিওর একটি ল’ অফিসে কাজ করতে ঢোকেন কোমুরো। রাজপরিবারের কৌলীন্য, প্রতিপত্তি দুজনের বহু দিনের প্রেমে যে ব্যাঘাত ঘটাতে পারেনি, রবিবারের এনগেজমেন্টই তার সবচেয়ে বড় প্রমাণ।
এর আগে সাধারণ পরিবারের কন্যা কেট মিডলটন যুবরাজ উইলিয়ামকে বিয়ে করে ব্রিটেনের রাজপরিবারের পুত্রবধূ হয়েছিলেন। আর এক্ষেত্রে সাধারণ পরিবারের সন্তান কোমুরোকে বিয়ে করার জন্য জাপানের রাজপরিবারের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছেদ করতে হচ্ছে রাজকন্যা মাকোকে।