যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানল এখনো নিয়ন্ত্রণে আনতে পারেনি দেশটির দমকল বাহিনী।এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পাশে থাকার ঘোষণা দিয়েছে ইরান রেড ক্রিসেন্ট। দাবানল প্রতিহত করার কাজে মানবিক ত্রাণ পাঠাতে নিজের প্রস্তুতি ঘোষণা করেছে তারা।
ইরানি রেড ক্রিসেন্টের প্রধান পিরহোসেইন কলিভান্দ যুক্তরাষ্ট্রের রেড ক্রসের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্লিফ হোলজের কাছে লেখা এক চিঠিতে এ প্রস্তুতি ঘোষণা করেছেন। কলিভান্দ তার চিঠিতে এই ভয়াবহ দাবানলে জানমাল হারানো পরিবারগুলোর প্রতি শোক ও সমবেদনা জানান।
চিঠিতে তিনি বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিপর্যয় মোকাবিলা করার ব্যাপক অভিজ্ঞতা ইরানের রয়েছে। কাজেই ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি তার র্যাপিড রিঅ্যাকশন টিমের পাশাপাশি উদ্ধারকারী সামগ্রী এবং আত্মত্যাগী ও প্রশিক্ষিত কর্মী বাহিনী পাঠাতে নিজের প্রস্তুতি ঘোষণা করছে।
ইরানি রেড ক্রিসেন্টের প্রধান তার চিঠিতে আরও বলেন, ক্যালিফোর্নিয়ার অগ্নিকাণ্ড শুধুমাত্র একটি জাতীয় সংকট নয় বরং তা ‘গোটা মানব সমাজের বিবেকের উপর একটি ক্ষত’ যা সারা বিশ্বের সমস্ত দায়িত্বশীল ও সহানুভূতিশীল ব্যক্তিদের নাড়া দিয়েছে। তিনি আরো বলেন, ধোঁয়া ও আগুনে ভরা আকাশের নিচে শ্বাস নিতে কষ্ট হওয়া মানুষের হৃদয় বিদারক দৃশ্য সহ্য করার মতো নয়। তিনি মার্কিন রেড ক্রস প্রধানকে উদ্দেশ করে বলেন, জেনে রাখুন এই বিপদে আপনারা একা নন।
কলিভান্দ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক দাবানলগুলো প্রমাণ করে এই প্রাকৃতিক বিপর্যয় রোধ করা আমেরিকার একার পক্ষে সম্ভব নয় বরং এ কাজে গোটা বিশ্বের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, ক্যালিফোর্নিয়ার দাবানল দ্রুত ছড়িয়ে পড়ার ঘটনায় প্রমাণিত হয়েছে, এ ধরনের বিপর্যয় শুধুমাত্র মানুষের জীবনই বিপন্ন করছে না বরং এই পৃথিবী ও তার পরিবেশের ভবিষ্যতের ওপরও মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে।