হাওর বার্তা ডেস্কঃ রোহিঙ্গা সমস্যাকে মানবিক সংকট হিসেবে উল্লেখ করে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি বলেছেন, তারা এ মানবিক সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকবেন।
মঙ্গলবার রাতে রাজধানীর সোনারগাঁ হোটেলে ঢাকা-জাকার্তা যৌথ বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ইন্দোনেশীয় পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমার সেনাবাহিনীর কর্তৃক রোহিঙ্গা হত্যা-নির্যাতনে সৃষ্ট মানব সংকট নিরসন করতে দেশটির প্রতি আহ্বান জানান।
রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশের সহানুভূতির দৃষ্টিভঙ্গির জন্য ধন্যবাদ জানিয়ে মারসুদি বলেন, ‘আমরা বুঝতে পারছি এটা বাংলাদেশের জন্য এক ধরনের বোঝা। এই মানবিক সংকট নিরসনে আমরা বাংলাদেশের পাশে থাকব।’
মারসুদি জানান তারা রোহিঙ্গা সংকটের শেষ দেখেতে চান। তিনি দুবার বলেন, ‘দিস হিউমেনিটিরিয়াল ক্রাইছেস সো দি ইন্ড।’
রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করতে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ঢাকায় এসে পৌঁছান ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি।
গত ২৫ আগস্ট রাখাইনের পুলিশ স্টেশন ও সেনা ছাউনিতে সন্ত্রাসী হামলা চালানো হয় বলে দাবি করে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রোহিঙ্গা নিধন অভিযান শুরু করে।এতে হাজার হাজার রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।