হাওর বার্তা ডেস্কঃ দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে যে কয়জন মডেল আলোর দ্যুতি ছড়িয়েছেন তাদের মধ্যে অন্যতম এই লাস্যময়ী। মিডিয়ার বিভিন্ন ক্ষেত্রে বিচরণ করেছেন। ইতিমধ্যে নিজেকে একজন আইকন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বলা হচ্ছে জান্নাতুল ফেরদৌস পিয়ার কথা।
ঢাকা থেকে দিল্লি-মুম্বাই, ব্যাংকক থেকে রোম, এমনকি নিউইয়র্কের মঞ্চেও হেঁটেছেন তিনি। পিয়া যুক্ত
আছেন বেশ কয়েকটি আন্তর্জাতিক মডেল ম্যানেজমেন্ট কোম্পানির সঙ্গেও। হয়েছেন বিখ্যাত অনেক কোম্পানির শুভেচ্ছাদূত। সবকিছু ঠিক থাকলে এবার হয়তো তাকে দেখা যাবে জাতীয় দলের তারকা ক্রিকেটার তাসকিন আহমেদের সঙ্গে।
জানা গেছে, তারা একটি পরিধেয় পণ্যের শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। ঈদের পর শুটের কথা রয়েছে পিয়া ও তাসকিনের। অন্যদিকে, গায়ক হূদয় খানের সঙ্গে একটি মিউজিক ভিডিওর কাজ শেষ করেছেন পিয়া। ঈদ উপলক্ষে কক্সবাজারের বেশ কয়েকটি লোকেশনে ক্যামেরাবন্দী হয়েছে এ মিউজিক ভিডিওটির।
দু-একদিনের মধ্যেই প্রকাশিত হবে এটি। উল্লেখ্য, লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজ (এলসিএলএস) থেকে গ্র্যাজুয়েট সম্পন্ন করেছেন পিয়া। মডেলিং ও অভিনয়ের পাশাপাশি আইন পেশায়ও ক্যারিয়ার গড়তে চান তিনি।