হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ শুরুর আগেই বাংলাদেশের টেস্ট অধিনায়ক ও তার স্ত্রীকে নিয়ে নোংরা কমেন্ট করায় ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে।
পাকিস্তানের একটি জনপ্রিয় টিভি চ্যানেল নিজেদের ফেসবুক পেজে সস্ত্রীক মুশফিকুর রহিমের একটি ছবি পোস্ট করলেই বাঁধে এ বিপত্তি।
মুশফিক ও তার স্ত্রীর পোস্ট করা ছবিতে পাকিস্তানি ও তাদের সমর্থকরা একের পর এক অশ্লীল মন্তব্য করতে থাকেন।
অনেকেই বলেন, ছবিতে মুশফিককে তার স্ত্রীর ভাই বলে মনে হচ্ছে। কেউ কেউ আবার অশ্লীলতার সীমা ছাড়িয়ে গিয়ে লেখেন, নিজের দিদিকেই বিয়ে করেছেন মুশি। আরও নানা ধরনের বাজে মন্তব্যে ওই ছবির নিচে জমা করে নিজেদের নোংরা রূপ দেখায় পাকিস্তানিরা।
দেশের তারকা ক্রিকেটারের অপমান ক্ষুব্ধ বাংলাদেশি সমর্থকরা অশ্লীল মন্তব্যকারী পাক সমর্থকদের আলাদা করে চিহ্নিত করেন। এর পরেই পাল্টা পোস্টে জবাব দেন বাংলাদেশ সমর্থকরা। আর এতেই আগুনে যেন ঘি পড়ে। অনলাইনে বাকযুদ্ধে জড়িয়ে পড়েন দুই দেশের সমর্থকরা।