মওসুমের প্রথম স্নায়ু উত্তেজনাকর ম্যাচ উপহার দিতে ইংলিশ প্রিমিয়ার লীগে রোববার মুখোমুখি হয় ম্যানচেস্টার সিটি ও চেলসি। কঠিন দ্বৈরধের আশা করেছিল দর্শকরা। কিন্তু ইত্তিহাদে স্বাগতিক ম্যানসিটির কাছে ৩-০ গোলে উড়ে গেল বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। এত দর্শকরা পেলেন সে উত্তেজনার স্বাদ। শিরোপা জয়ের চেয়ে শিরোপা ধরে রাখা যে অনেক কঠিন হবে সেটা এখন হাড়েহাড়ে টের পাচ্ছে চেলসি। গত মওসুমে যেমন টের পেয়েছিল ম্যানসিটি। আগের মওসুমে শিরোপা জিতে গত মওসুমেও তারা শিরোপার জন্য ফেভারিট ছিল। কিন্তু শেষ পর্যন্ত কয়েক ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করে হোসে মরিনহোর চেলসি। আর এবার শিরোপা ধরে রাখার মিশনে শুরু থেকেই ব্যাকফুটে চেলসি। মওসুমের প্রথম ম্যাচে সোয়ানসি সিটির সঙ্গে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে হারলো চেলসির কাছে। এতে ম্যানুয়েল পেলেগ্রিনির কৌশলের কাছেও হারলো হোসে মরিনহো। পেলেগ্রিনি-মরিনহোর বাকযুদ্ধ বেশ আগ থেকে। গত মওসুমে পর্তুগিজ কোচ মরিনহোকে মাঠে ধাক্কাও দিয়েছেন চিলিয়িান পেলেগ্রিনি। চলতি মওসুমেও তাদের টুকটাক বাকযুদ্ধ চলছে। কিন্তু আপাতত মাঠের লড়াইয়ে জিতলেন পেলেগ্রিনি। এই নিয়ে ইংলিশ প্রিমিয়ার লীগে ২ মওসুম পর চেলসিকে হারালো ম্যানসিটি। সর্বশেষ তারা জিতেছিল ২০১২-১৩ মওসুমে নিজেদের মাঠে ২-০ ব্যবধানে। এরপর ২০১৩-১৪ মওসুমে দুই ম্যাচই হেরেছিল ম্যানসিটি। আর গত মওসুমে তাদের মধ্যের দুই ম্যাচই ড্র হয়। রোববার ম্যাচরে ৩১ মিনিটে স্বাগতিক ম্যানসিটিকে এগিয়ে দেন সার্জিও আগুয়েরো। আর ৭৯ মিনিটে ব্যাবধান দ্বিগুণ করেন অধিনায়ক ভিনসেন্ট কম্প্যানি। আর ৮৫ মিনিটে চেলসির বিপক্ষে ম্যানসিটির বড় জয় নিশ্চিত করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফারনানদিনহো। এই জয়ে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ম্যানসিটি। আর দুই ম্যাচে এক হার ও এক ড্র নিয়ে টেবিলের ১৬তম স্থানে চেলসি।
সংবাদ শিরোনাম
চেলসিকে উড়িয়ে দিল ম্যানসিটি
- Reporter Name
- আপডেট টাইম : ০৮:২৩:২৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০১৫
- ২৭৩ বার
Tag :
জনপ্রিয় সংবাদ