হাওর বার্তা ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খালি চোখে সূর্যগ্রহণ দেখতে গিয়ে ধমক খেলেন। সোমবারের (২১ আগস্ট) পূর্ণগ্রাস সূর্যগ্রহণকে নিয়ে যুক্তরাষ্ট্রে ব্যাপক উত্তেজনা বিরাজমান ছিল। মার্কিন প্রেসিডেন্ট সপরিবারে তা দেখবেন বলে ঠিক করেন। স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং ছেলে ব্যারনকে নিয়ে হোয়াইট হাউসের বারান্দায় এসে দাঁড়ান। নীচে তখন সমর্থকদের ভিড়। তাঁদের উদ্দেশে হাত নেড়ে খালি চোখে সরাসরি সূর্যের দিকে তাকান। সাথে সাথেই ‘খবরদার, সূর্যের দিকে তাকাবেন না’ বলে পিছন থেকে চেঁচিয়ে ওঠেন সামনে দাঁড়িয়ে থাকা দর্শকদের মধ্যে এক ব্যক্তি। সে সময় তাঁর পাশেই দাঁড়িয়েছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। তিনিও স্বামীর এই কাণ্ড-কারখানা দেখে তাঁকে মৃদু ভর্ৎসনা করেন। ধমক খেয়ে সম্বিত ফেরে ট্রাম্পের। তাঁর পকেটে যে চশমা রয়েছে, বের করে তা দেখিয়েও দেন তিনি। এরপর তিনি দ্রুত চশমা পরে নেন। তারপর সমর্থকদের সঙ্গে দাঁড়িয়ে সূর্যগ্রহণ দেখেন। পূর্ণগ্রাস গ্রহণ দেখার জন্য অবশ্য শেষ অবধি অপেক্ষা করেননি তিনি। আংশিক গ্রহণ দেখেই ভিতরে ঢুকে যান। তবে খালি চোখে ট্রাম্প সূর্যগ্রহণ দেখার চেষ্টা করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। প্রায় এক শতাব্দী পর পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হলো যুক্তরাষ্ট্র। তা নিয়ে কম উৎসাহ চোখে পড়েনি। সাধারণ মানুষ থেকে তারকা অভিনেতা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে পেরে সকলেই আনন্দ জাহির করেছেন।
সংবাদ শিরোনাম
খালি চোখে সূর্যগ্রহণ দেখায় ধমক খেলেন ট্রাম্প [ভিডিও]
- Reporter Name
- আপডেট টাইম : ০৬:০০:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০১৭
- ৩২৮ বার
Tag :
জনপ্রিয় সংবাদ