হাওর বার্তা ডেস্কঃ বিশ্বের জনপ্রিয় ফুটবল ক্লাব এফসি বার্সেলোনা বা বার্সাকে আরও উপভোগ্য করতে ক্যামেরা ফোন ব্র্যান্ড অপো নিয়ে আসছে অপো এফ৩ ‘এফসি বার্সেলোনা লিমিটেড এডিশন’। এই স্মার্টফোনে রয়েছে অত্যাধুনিক সব প্রযুক্তি, উদ্ভাবনী ফিচার, প্রাণবন্ত ও স্পোর্টি লুক এবং ডিজাইন। এই লিমিটেড এডিশন স্মার্টফোনটি খুব শিগগিরই বাংলাদেশের বাজারে পাওয়া যাবে।
অপো এফ থ্রি লিমিটেড এডিশনটিতে বিখ্যাত স্প্যানিশ ক্লাব বার্সেলোনা স্টাইলের ছোঁয়া রয়েছে। এটি এফসি বার্সেলোনার ব্র্যান্ড কালার লাল ও সোনালি রঙে সাজানো হয়েছে। ডিজাইনের দিক থেকে এই ডিভাইসটির আয়তন ও আকৃতিতে কোনো পরিবর্তন হয়নি, তবে বর্তমানে বাজারে থাকা গোল্ড, রোজ গোল্ড এবং ব্ল্যাক রঙের অপো এফ থ্রি থেকে এতে লাল রঙের ব্যবহার থাকায় তা বডিতে প্রভাব ফেলেছে।
গ্লোড-প্লেটেড ব্যান্ডকে সমন্বয় করে বার্সার লাল রঙকে প্রধান রঙ হিসেবে বেছে নিয়ে এবং এর সাথে ডিভাইসটির পিছনে সোনালি ছাপে এফসি বার্সেলোনার লোগো বসানো হয়েছে। লোগোর নিচে ‘এফসি বার্সেলোনা অফিসিয়াল পার্টনার’ লেখা আছে। লাল ও সোনালি রঙের সমন্বয়ে ক্ল্যাসিক ফ্যাশন ট্রেন্ড তৈরি হয়েছে।
অপো কমিউনিকেশন ইকুইপমেন্ট বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং বলেন, ‘আমরা এই লিমিটেড এডিশন বাংলাদেশের বাজারে নিয়ে আসতে পেরে গর্বিত। আমরা বিশ্বাস করি, এটি আমাদের সম্মানিত গ্রাহকদের আনন্দকে আরও বাড়িয়ে দেবে।