হাওর বার্তা ডেস্কঃ জার্মানির বুন্দেসলিগায় সর্বশেষ টানা পাঁচ মৌসুমের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। ২০১৭-১৮ মৌসুমে শিরোপা ধরে রাখার মিশন দারুণভাবে শুরু করলো তারা। প্রথম ম্যাচেই বড় জয় তুলে নিলো কার্লো আনচেলত্তির দলটি। বায়ার লেভারকুসেনকে হারালো ৩-১ গোলে। আর আসরের প্রথম ম্যাচে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্য নিয়ে সিদ্ধান্ত নিলেন মাঠের রেফারি। বায়ার্নের হয়ে এদিন খেলেননি তারকা খেলোয়াড় ম্যানুয়েল নয়ার, জাভি মার্টিনেজ, হামেস রদ্রিগেজ, থিয়াগো ও জেরোমে বোয়াটেং। কিন্তু এতে তাদের বড় জয়ে কোনো বাঁধাই হয়নি। ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় স্বাগতিক বায়ার্ন। আর দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে পোলিশ স্ট্রাইকার রবার্ত লেওয়ানদস্কিকে প্রতিপক্ষের ডি বক্সের মধ্যে ফেলে দেয়া হয়। সেটা আসলেই ফাউল ছিল না তা স্পষ্ট বুঝতে পারেননি রেফারি। এতে ভিডিও রেফারিংয়ের সাহায্য নেন তিনি। জার্মানির বুন্দেসলিগায় রেফারির সিদ্ধান্ত সহজ করতে এ মৌসুম থেকে এই প্রযুক্তি চালু হয়েছে। প্রথম ম্যাচেই এই প্রযুক্তি ব্যবহার করে সিদ্ধান্ত নেন রেফারি। দেখেন যে, লেওয়ানদস্কিকে সত্যি সত্যিই ফাউণ করা হয়েছে। এতে বায়ার্নের পক্ষে পেলান্টির সিদ্ধান্ত দেন রেফারি। আর তা থেকে গোল করে বায়ার্নকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন লেওয়ানদস্কি। এর আগে নবম মিনিটে নিকলাস সুলে ও ১৯ মিনিটে করেন্টিন টিলিসোর গোলে এগিয়ে যায় বায়ার্ন। বায়ার লেভারকুসেনের হয়ে ৬৫ মিনিটে একমাত্র সান্ত্বনার গোলটি করেন মেহমেদি।
সংবাদ শিরোনাম
বায়ার্নের উড়ন্ত সূচনা
- Reporter Name
- আপডেট টাইম : ১২:১৯:২৮ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০১৭
- ৩৫৭ বার
Tag :
জনপ্রিয় সংবাদ