ট্রাম্পের প্রধান পরামর্শক ব্যানন বরখাস্ত

হাওর বার্তা ডেস্কঃ হোয়াইট হাউজে পদ হারানো আর নতুন পদ পাওয়া এখন নিত্য নৈমিত্তিক ঘটনা। এতে কখনো কারো পৌষ মাস, কারো সর্বনাশ। ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ খড়গের শিকার হোয়াইট হাউজের প্রধান পরামর্শক স্টিভ ব্যানন।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সারা হাক্যাবি স্যান্ডার্স ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বলে জানিয়েছে বিবিসি। শুক্রবারই (১৮ আগস্ট) এ ব্যাপারে ব্যাননকে জানানো হয়েছে।

বহুদিন ধরই ট্রাম্প প্রশাসনের সঙ্গে বনিবনা হচ্ছিল না স্টিভ ব্যাননের, যিনি নির্বাচনের সময় ট্রাম্পের হয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছিলেন। ট্রাম্প আর ব্যাননের তিক্ত সর্ম্পক নিয়ে এর আগে খবরও প্রচার করেছিল বিভিন্ন আর্ন্তজাতিক গণমাধ্যম।

এছাড়া বর্ণবাদী আর উগ্র জাতীয়তাবাদী হিসেবে তার বিরুদ্ধে অভিযোগ ছিল। তাই ব্যাননের বরখাস্ত যেন অনেকটাই অবধারিত বলে ধরেই নিয়েছিল যুক্তরাষ্টের রাজনৈতিক বিশ্লেষকরা।

তবে এই পদে নতুন কাকে নিয়োগ দেয়া হবে তা প্রকাশ করেনি হোয়াইট হাইজ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর