হাওর বার্তা ডেস্কঃ ড্রেসডেন শহরের পুলিশ বলছে, ঘটনার সময় ৪১ বছর বয়সি ঐ মার্কিন নাগরিক মাতাল অবস্থায় ছিলেন৷ পরীক্ষার পর পুলিশ তাঁর রক্তে মাত্রাতিরিক্ত অ্যালকোহল পেয়েছে৷
ঘুসি খেয়ে মার্কিন ঐ নাগরিক সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে৷ আনুষ্ঠানিক তথ্য বলছে, নাম না জানা ঐ হামলাকারী পলাতক অবস্থায় আছেন এবং অন্যকে শারীরিকভাবে আহত করার অপরাধে তাঁকে খোঁজা হচ্ছে৷
পুলিশ বলছে, নাৎসি প্রতীক প্রদর্শন ও স্লোগান দেয়ার বিরুদ্ধে থাকা জার্মান আইন ভঙ্গ করেছেন মার্কিন ঐ নাগরিক (ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার কারণে নাম প্রকাশ করা হচ্ছে না)৷ তাই তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে৷ এছাড়া কোনো অসাংবিধানিক সংস্থার প্রতীক বা চিহ্ন প্রদর্শনের বিরুদ্ধে জার্মানিতে যে আইন আছে, মার্কিন নাগরিকের বিরুদ্ধে সেই আইন লঙ্ঘনের বিষয়েও তদন্ত চলছে৷
সপ্তাহখানেক আগে বার্লিনের সংসদ ভবনের সামনে ছবি তোলার সময় নাৎসি স্যালুট দেয়ায় দুই চীনা পর্যটককে আটক করেছিল পুলিশ৷ প্রত্যেকে ৫০০ ইউরো করে দেয়ার পর মুক্তি পেয়েছেন৷ তবে পুলিশ বলছে, চীনা ঐ দুই নাগরিকের বিরুদ্ধে এখনও মামলা চলছে৷ ফলে জরিমানা সহ সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড হতে পারে তাঁদের৷
জার্মানিতে শুধুমাত্র শিক্ষা ও ইতিহাস বিষয়ক গবেষণার খাতিরে কেউ নাৎসি প্রতীক ও ছবি প্রদর্শন করতে পারেন৷ এছাড়া নাৎসি শাসনামলকে স্যাটায়ার করে ডকুমেন্টারি কিংবা মুভি তৈরি করতে চাইলেও অনুমতি পাওয়া যায়৷