উত্তরা পশ্চিম থানার ওসি অপারেশন শাহ আলম সন্ত্রাসীদের আতঙ্ক

হাওর বার্তা ডেস্কঃ ঢাকার উত্তরা পশ্চিম থানা এলাকায় ব্যাপক হারে বৃদ্বি পেয়েছিল চুরি ,ডাকাতি,ছিনতাই খুন,জমিদখল,গাঁজা,মদ,ইয়াবা ব্যবসার মত ঘটনা ।ওসি অপারেশন শাহ আলম  সন্ত্রাস দমন করার দায়িত্বগ্রহন করার পর থেকে পশ্চিম থানা এলাকার চিত্র যেন পূর্বের ন্যায় শান্তশিষ্ট রুপ নিতে শুরু করে।বর্তমান অবদি শান্তি বিরাজমান রয়েছে বলে উত্তরা পশ্চিম থানাধীন এলাকাবাসী জানান।উত্তরা ১১ নং কল্যান সমিতির বর্তমান সাধারন সম্পাদক মোঃশরিফ বলেন শাহ আলম একজন সৎ ও নির্ভিক অফিসার বটে।তিনি দায়িত্ব গ্রহন করে নিম্ন লিখিত বিষয় গুলো কঠোর হস্তে দমন করে আসছেন। ১৮ই আগষ্ট ২০১৬ সালে১০৬ ভরী স্বর্ণ ও বিদেশী মুদ্রা সহ প্রতারক তরুনী সুন্দরী নারীকে গ্রেপ্তার করেন । ২রা অক্টোবার ২০১৬ সালে আবদুল্লাপুর মাছ বাজারে ব্যবস্যায়িকদের নির্যাতিত সাংবাদিকদের করা মামলাটি সঠিক ভাবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করেন। ৪ঠা জানুয়ারী ২০১৭সালে একাধিক ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় শাহ আলম পুলিশ অফিসার মেধাবীর কারনে লুবানা হাসপাতালের সামনে থেকে মাইক্রোবাস সহ ৪জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেন।এই ছিনতাই কারীগণ দীর্ঘ দিন যাবৎপুলিশের চোখে ফাকি দিয়ে উত্তরায় ছিনতাই করে আসছেন । ৭ই জানুয়ারী ২০১৬ সালে উত্তরায় ষ্টার ডিস্কোগ্ররুপের দৌরাত্ব দমনে বিশেষ ভুমিকা পালন করেন।এছাড়া ফুটপাতে পুলিশের নাম ভাঙ্গিয়ে যারা চাঁদা আদায় করে তাদেরকে গ্রেপ্তার করে আদালতের কাঠগড়ায় হাজি্র করেন ।পশ্চিম থানা এলাকায় একাধিক বাসিন্দার সাথে আলাপচারিতায় জানা যায় পুশ্চিম থানার সৎ অফিসারের মতন সকল পুলিশ হলে কোন অপরাধী অপরাধ করে পালিয়ে থাকতে পারবে না।

তার দায়িত্ব কর্তব্য জ্ঞানের জন্য উত্তরা জোনের সাবেক ডিসি বিধান ত্রিপুরা তাকে স্নেহের চোখে দেখতেন  বলে একাধিক সুত্র জানা যায়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর