হাওর বার্তা ডেস্কঃ ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। আজ রোববার (১৩ আগস্ট) স্থানীয় সময় সকাল ১০টা ৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ৩৫ কিলোমিটার। এর উৎপত্তিস্থল ছিল বেংকুলু থেকে ৭৩ কিলোমিটার পশ্চিমে।
ইন্দোনেশিয়ার আবহাওয়া দফতরের কর্মকর্তা মোহাম্মদ রিয়াদি বলেন, ‘ভূমিকম্পটি বেশ শক্তিশালী ও অগভীর ছিল। পাদাং, পশ্চিম সুমাত্রা এলাকায় এটি অনুভূত হয়েছে। তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।’
তাৎক্ষনিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য জানা যায়নি। কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানান রিয়াদি।
বেংকুলুর বাসিন্দা নেং হাসনাহ জানিয়েছেন, কয়েক সেকেন্ডের ভূমিকম্পটি বেশ শক্তিশালী ছিল। আতঙ্কে তিনি ও তার পরিবারের সদস্যরা ওই সময় বাড়ির ছেড়ে বের হয়ে এসেছিলেন।
তিনি বলেন, ‘আমি আমার সাত মাসের নাতনিকে কোলে নিয়ে দৌড় দেই। অন্য প্রতিবেশীরাও তাদের বাড়ি ছেড়ে বাইরে বের হয়ে এসেছিল।’
প্রসঙ্গত, ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় ভূমিকম্পনপ্রবণ অঞ্চলে অবস্থিত। ২০১৬ সালে দেশটির আচেহ প্রদেশে ভূমিকম্পে শতাধিক লোক নিহত হয়। এছাড়া গৃহহীন হয়েছিল প্রায় এক লাখ লোক।