হাওর বার্তা ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে রাজী হয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
ভেনেজুয়েলার আট রাজনীতিবিদ ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপের একদিন পর বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ব্যাপারে সুর নরম করলেন মাদুরো। এর আগে গত মাসে ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী, পদস্থ সামরিক কর্মকর্তাসহ ১৩ জনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র।
গণভোটে জেতার পর নতুন গণপরিষদে দেওয়া ভাষণে বৃহস্পতিবার মাদুরো জানিয়েছেন, তিনি পররাষ্ট্রমন্ত্রী জর্জ আরেজাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নমনীয়তার বিষয়টি দেখভাল করতে নির্দেশনা দিয়েছেন। একইসঙ্গে আগামী মাসে মার্কিন কংগ্রেসের অধিবেশন বসার আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোন আলোচনার বিষয়টি আয়োজন করা যায় কিনা তা দেখতে বলা হয়েছে।
মাদুরো আরো জানিয়েছেন, আগামী ২০ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনে যখন বিশ্বনেতারা একত্রিত হবেন তখন সম্ভব হলে ট্রাম্পের সঙ্গে মুখোমুখি বৈঠক আয়োজনের নির্দেশনাও দেওয়া হয়েছে পররাষ্ট্রমন্ত্রীকে।
তিনি বলেন, ‘ভেনেজুয়েলার ব্যাপারে যদি তাহলে তার এতোই আগ্রহ থাকে তাহলে আমি হাজির। ডোনাল্ড ট্রাম্প আমার হাত এখানেই।