হাওর বার্তা ডেস্কঃ সারাদেশের ন্যায় গতকাল যশোর জেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালিত হয়েছে। যশোর শহরের চাঁচড়া ডালমিল এলাকায় পিকেএস সূর্যের হাসি কিনিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) আব্দুল গফফার খান সকাল ৯টায় শিশুদের টিকা খাইয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনকালে যুগ্ম সচিব আব্দুল গফফার খান বলেন, শিশুদের রাতকানাসহ বিভিন্ন অপুষ্টিজনিত রোগ থেকে রক্ষা এবং শিশুদের স্বাভাবিকভাবে বেড়ে ওঠার জন্য ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সের শিশুদের লাল রঙের একটি করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। একটি সুস্থ ও সুন্দর জাতি গঠনের জন্য সরকার এ কর্মসূচি পালন করছেন। তাই এ বয়সের সকল শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য যুগ্ম সচিব সকল অভিভাবককে আহ্বান জানান। যশোরের সিভিল সার্জন ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পিকেএস সূর্যের হাসি কিনিকের প্রকল্প পরিচালক ফরিদাতুন নাহার, পরামর্শক অ্যাড. জাফর সাদিক, প্রফেসর তসদিকুর রহমান, সহ-সভাপতি আতিকুর রহমান খান, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য প্রকল্প কর্মকর্তা ডা. ইমদাদুল হক রাজু, ডা. হাবিবা সিদ্দিকা, ডা. আরিফ আহমেদ, জেলা স্যানিটারি কর্মকর্তা শিশির কান্তি পাল, পিকেএস ম্যানেজার আসাদুর রহমান প্রমুখ। পরে যুগ্ম সচিব আব্দুল গফফার খান চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে যান এবং সেখানে শিশুদের টিকা খাওয়ান।
অনুরূপভাবে যশোর পৌরসভার পক্ষ থেকে একই সময় জয়তী সোসাইটিতে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পৌরসভার স্বাস্থ্য প্রকল্প কর্মকর্তা ওয়াহিদুজ্জামান ও জয়তী সোসাইটির পরিচালক অর্চনা বিশ্বাস শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় আসাদুজ্জামান ও শামীমা খাতুনসহ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। জেলার ৮ উপজেলায় এ কর্মসূচি পালিত হয়েছে।
সংবাদ শিরোনাম
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালিত
- Reporter Name
- আপডেট টাইম : ০৬:১৯:১৯ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০১৭
- ২৩৯ বার
Tag :
জনপ্রিয় সংবাদ