আওয়ামী লীগ হারলে তার কারণ হবে ছাত্রলীগ

হাওর বার্তা ডেস্কঃ  প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য অনেক কিছু করছেন। অনেক অক্লান্ত পরিশ্রম করছেন। তবে সামনের নির্বাচনে যদি আওয়ামী লীগ জয়বঞ্চিত হয়, তার জন্য একমাত্র দায়ী থাকবে ছাত্রলীগ। ছাত্রলীগের কর্মকান্ডই আওয়ামী লীগের পতনের মূল কারণ হবে। শনিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) সিএসই কার্নিভাল’র সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন বিশিষ্ট শিক্ষক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। এসময় প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সিএসই কার্নিভাল ২০১৭ এর সমাপনী অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক। অনুষ্ঠান চলাকালে শাবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমীন তার অনুসারী নেতাকর্মীদের নিয়ে অডিটোরিয়ামে প্রবেশ করেন। এ সময় তার অনুসারীরা তার নামে উচ্চস্বরে স্লোগান দিতে থাকলে অনুষ্ঠানে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়। পরে অধ্যাপক জাফর ইকবাল তার বক্তব্যের সময় এ ব্যাপারে ছাত্রলীগ সভাপতিকে সতর্ক করেন। তিনি বলেন, ‘এরকম একটি অনুষ্ঠানে নিজের নামে স্লোগান দিতে দিতে প্রবেশ করাটা ঠিক হয়নি। এখানে যারা বসে ছিলেন তারা সবাই তোমার শিক্ষক, তাই শিক্ষকদের সম্মান দেখানো উচিত ছিল।’

শুক্রবার দেশের অর্ধশতাধিক বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের এম এ ওয়াজেদ মিয়া ইনস্টিটিউট অব ইনফরম্যাশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ভবনে প্রোগ্রামিং, গেইমিং, হ্যাকাথন ও রোবটিক্সের ওপর দুই দিনব্যাপী প্রতিযোগিতা সিএসসি কার্নিভাল ২০১৭ শুরু হয়। শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলকের উপস্থিতিতে প্রতিযোগিতার ফলাফল ও সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর