হাওর বার্তা ডেস্কঃ দিন শেষে ক্রিকেট শুধুমাত্র একটি খেলা’ এই অমীয় বাক্যটি টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কন্ঠে ভেসে আসে অনেক আগেই। তবে সম্প্রতি কলকাতায় সেরা বাঙ্গালির পুরস্কার নিতে গিয়ে তিনি বলেন, একটি ম্যাচ নিয়ে কতটা আগ্রহ দেখায় মানুষজন। একটি ম্যাচকে কেন্দ্র করে উঠে যায় ১০০ বছর আগের ইতিহাস। কিন্তু বাস্তবটা অনেকটাই ভিন্ন।
আসলে তেমন কিছুই না। বাংলাদেশ দলের সবচেয়ে ভাল বন্ধু ভারতের খেলোয়াড়রা। এমন মন্তব্য করেও সবার অন্তরে স্থান করে নেন ক্যাপ্টেন ম্যাশ।
আর তারেই প্রমাণ দিলেন সাব্বির রহমান। মঙ্গলবার সাব্বির রহমান তার অফিশিয়াল ফেসবুক পেজে সাবেক ভারতীয় অধিনায়ক ধোনির সাথে একটি পিক আপলোড করেন। আর সেইখানেই তিনি করেন ধোনির প্রশংসা। তার ক্যাপশনে লেখা ছিল ‘বিশ্বের অন্যতম লিজেন্ড ক্রিকেটারের সাথে।’ মাঠে যায় হোক মাঠের খেলা যে মাঠেই থাকে তারেই প্রমাণ যেন বাংলাদেশ-ভারতের ক্রিকেটারদের মধ্যে।