জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে আফগানিস্তান, পরে বাংলাদেশে আসবে ওই দলটি

হাওর বার্তা ডেস্কঃ  গত জুনে আইসিসির টেস্ট মর্যাদা পেয়েছিল আফগানিস্তান। এবার তারা প্রথমবার টেস্ট খেলার স্বাদ পেতে কাজ শুরু করেছে। এ বছরের শেষদিকে জিম্বাবুয়ের বিপক্ষে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চায় আফগানিস্তান ক্রিকেট বোর্ড। তারাই আয়োজন করতে চায় প্রথম টেস্ট।

এ সিরিজ একটি টেস্ট, পাঁচ  ওয়ানডে এবং দুই বা তিন টি-টোয়েন্টির হবে বলে জানিয়েছে ক্রিকইনফো। নিজ দেশে ক্রিকেট ম্যাচ আয়োজন করার মতো অবস্থা নেই আফগানিস্তানের। ভারত কিংবা সংযুক্ত আরব আমিরাতে হতে পারে এ সিরিজ।

আফগানিস্তানের প্রস্তাবে ই-মেইলে ইতিবাচক সাড়া দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট। বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজের তারিখ নিশ্চিত হওয়ার পর দুই বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আইসিসির ভবিষ্যৎ সফর কর্মসূচি (এফটিপি) অনুযায়ী জানুয়ারি-ফেব্রুয়ারিতে বাংলাদেশে তিন দলের সিরিজ হবে। আফগানিস্তানে খেলা শেষে বাংলাদেশে সফর করতে চায় জিম্বাবুয়ে। ক্রিকইনফো

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর