হাওর বার্তা ডেস্কঃ ক্রসফায়ার নিয়ে মন্তব্যের কারণে দলীয় এমপি ডা. এনামুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে আওয়ামী লীগ। গতকাল রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। দলীয় কার্যালয় সূত্র জানিয়েছে, আজ বা আগামীকাল ওই নোটিশ পাঠানো হবে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সমপ্রতি আমাদের সাভারের সংসদ সদস্য এনামুরের দেয়া এক সাক্ষাৎকার নিয়ে সমালোচনা হচ্ছে, আমাদের কাছে অভিযোগ এসেছে। আমরা ব্যাপারটিকে অত্যন্ত সিরিয়াসলি নিচ্ছি। এ বিষয়ে তাকে (এনামুর) শোকজ করা হচ্ছে। এটা আমাদের সম্পাদকমণ্ডলীর সভায় সিদ্ধান্ত হয়েছে। গত ১৯শে জুলাই হাওর বার্তার সাক্ষাৎকারে সাভারের সার্বিক পরিস্থিতি নিয়ে স্থানীয় এমপি ডা. এনামুর রহমান বলেন, ‘সাভারে অনেক ক্যাডার আর মাস্তান ছিল। এখন সব পানি হয়ে গেছে। কারও টুঁ-শব্দ করার সাহস নেই। ৫ জনকে ক্রসফায়ারে দিয়েছি, আরো ১৪ জনের লিস্ট করেছি, সব ঠাণ্ডা। লিস্ট করার পর যে দু-একজন ছিল তারা আমার পা ধরে বলেছে, আমাকে জানে মাইরেন না আমরা ভালো হয়ে যাবো।’ সমালোচনার মুখে পত্রিকায় দেয়া ওই বক্তব্য তিনি বিজ্ঞাপন দিয়ে প্রত্যাহার করে নেন। ওই বক্তব্য দেয়ার জন্য তিনি জাতির কাছে দুঃখও প্রকাশ করেন। তার ওই বক্তব্য প্রকাশ ও পরে বিজ্ঞাপন দিয়ে দুঃখ প্রকাশ করায় দলে ব্যাপক প্রতিক্রিয়া হয়।
সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন মিশন নিয়ে সরকার ও আওয়ামী লীগ যৌথ উদ্যোগে জোরালোভাবে খোঁজখবর নেয়া হচ্ছে। আমরা কোনো বিষয়ে অন্ধকারে ঢিল ছুড়তে চাই না। তবে এই বিষয়টা টুইটার-ফেসবুকে এসেছে। এটা নিয়ে লেখালেখি হচ্ছে। আমরা সরকারের পক্ষ থেকে যুক্তরাজ্য দূতাবাসে সরকারিভাবে এবং আমাদের পার্টির পক্ষে দলীয়ভাবে খোঁজখবর নিচ্ছি। তিনি আরো বলেন, যে খবর বেরিয়েছে এই খবরের সত্যতা কতটুকু? বেগম জিয়া এবং তারেক রহমান কার সঙ্গে যোগাযোগ করছেন? কার কার সঙ্গে বৈঠক করছেন? কি কি বিষয়ে আলাপ করছেন। দেশি-বিদেশি কার সঙ্গে যোগাযোগ রাখছেন? এই খোঁজখবর আমরা নিচ্ছি। তাই এই মুহূর্তে মন্তব্য করতে চাই না। তবে আমাদের কাছে মনে হয়, বিএনপি আগামী নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে, এখন তারা বিদেশে বসে ষড়যন্ত্রের চোরাগলি খুঁজে বেড়াচ্ছে। তারা ষড়যন্ত্রের চোরাগলি দিয়ে ক্ষমতায় আসার পথ খুঁজছে। বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের বিকল্প বিএনপিকে ভাবছে না দাবি করে তিনি বলেন, বিএনপির অতীত হচ্ছে দুঃশাসন ও হাওয়া ভবন। বিএনপির বর্তমান হচ্ছে নালিশ আর কান্নাকাটি। এছাড়া তো তাদের কর্মসূচি আছে বলে জানা নেই। কাজেই জনগণ আওয়ামী লীগের বিকল্প বিএনপিকে কেন ভাববে? তারা কি উন্নয়ন দিয়েছিল? তারা তো নিজেদের উন্নয়ন ও বিকল্প ক্ষমতা বলয় কেন্দ্র গড়ে তুলে লুণ্ঠন-দুঃশাসন, হাজার হাজার মানুষকে হত্যা করেছে। বাংলাদেশ পর পর পাঁচবার দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। এটাই তো ছিল তাদের অতীত। মানুষ আর যাই ভাবুক, বিএনপিকে আওয়ামী লীগের বিকল্প ভাবছে না। আামদেরও ভুল-ত্রুটি আছে। আমরা সংশোধন করতে জানি। গতকালও গাজীপুরের বিশাল আয়োজন, বিশাল জনসভা ছিল কিন্তু সেখানে শেষ মুহূর্তে পরীক্ষার্থীদের পরীক্ষার কথা চিন্তা করে দলীয় নেত্রী শেখ হাসিনার নির্দেশে সভা স্থগিত করেছি। বগুড়ায় শহর শ্রমিক লীগ নেতার হাতে এক কিশোরী নির্যাতনের ব্যাপারে ওবায়দুল কাদের বলেন, আমরা আমাদের সহযোগী সংগঠনের ব্যাপারে সরাসরি ব্যবস্থা নিতে পারি না। তারা এব্যাপারে ডিসিপ্লিনারি অ্যাকশন নেবেন। এব্যাপারে আমরা নির্দেশ দিয়েছি। একই সঙ্গে দলের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করা হবে। নির্বাচন কমিশনে দলের আয়-ব্যয়ের জমাদানের প্রসঙ্গে তিনি বলেন, আমরা গত এক মাস ধরে হোমওয়ার্ক করেছি। আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা থেকে আয়-ব্যয়ের সংশ্লিষ্ট সকলকে নিয়ে দফায় দফায় বৈঠক করে প্রায় চূড়ান্ত করে ফেলেছি। আজ আয়- ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দেয়া হবে। এদিকে আওয়ামী লীগের সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নাদভীর স্ত্রী রিজিয়া নাদভীর বাবা জামায়াতে ইসলামীর নেতা হলেও মহিলা আওয়ামী লীগের সদস্য পদ পাওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, রিজিয়া তো জামায়াতের কোনো কর্মী না। সে আওয়ামী লীগের কাজ করছে। রিজিয়া জামায়াতে ইসলামীর ছাত্রী সংগঠন ছাত্রী সংস্থার সদস্য ছিল এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, দিস ইজ নট ফ্যাক্ট। সে তো বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই। সে তো বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল না। তিনি বলেন, সারা দেশে আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহের পর জামায়াত-শিবির কোথায় কোথায় আমাদের মেম্বার হয়েছে প্রমাণ দিন। আমরা ব্যবস্থা নিবো। সে জামায়াতের কোনো প্রত্যক্ষ কর্মী কি-না? কোথাও কোনো কাজ করছে কি-না? তার স্বামীর সঙ্গে বিয়ে হওয়ার পর। অথবা তার স্বামী আওয়ামী লীগের নমিনেশন পাওয়ার পর। এটা বলুন। এটার তথ্য প্রমাণ দিয়ে বলুন। সে জামায়াত করে? নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনার বিষয়ে আওয়ামী লীগের মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, এটার দায়িত্ব কি আমার বলার? এটা ইলেকশন কমিশন বলবে। আলোচনা করছে ইসি। আমি কি ইলেকশন কমিশনের মুখপাত্র নাকি? আমি এই কথা বলার মালিক না। এই কথা বলার মালিক হচ্ছে ইসি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ও ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সিনিয়র ডিরেক্টর লিসা কার্টিসের ঢাকা সফর স্থগিত প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এটা ওনার ব্যাপার। এটা আমেরিকার অভ্যন্তরীণ ব্যাপার। পাকিস্তানের প্রধানমন্ত্রীর রদবদল প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পাকিস্তান আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলায়। আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে কথা বলে। এটা একেবারে পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপার। সেই অভ্যন্তরীণ ব্যাপারে আমরা হস্তক্ষেপ করতে চাই না। আমরা তাদের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাতে চাই না।
সংবাদ সম্মেলনের আগে ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সম্পাদকমণ্ডলীর সভা অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, একেএম এনামুল হক শামীম, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, মুক্তিযুদ্ধ সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সবুর, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, শিক্ষা সম্পাদক শামসুন্নাহার চাঁপা, স্বাস্থ্য সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, ক্রীড়া সম্পাদক হারুনুর রশীদ, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যদের মধ্যে এস এম কামাল হোসেন, আনোয়ার হোসেন, পারভীন জামান কল্পনা, মেরিনা জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম
এমপি এনামকে শোকজ করছে আওয়ামী লীগ
- Reporter Name
- আপডেট টাইম : ১১:০৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০১৭
- ৪৪৫ বার
Tag :
জনপ্রিয় সংবাদ