হাওর বার্তা ডেস্কঃ জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের জনপ্রিয়তা আবারও বড়সর একটা ধাক্কা খেল। প্রতিরক্ষা বিষয়ক সংবেদনশীল তথ্য ফাঁসের ঘটনা ধামাচাপা দিতে সহযোগিতা করার অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগ করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী।
রাজনৈতিক অঙ্গনে নিজেকে কেবল মেলে ধরছিলেন তমোমি ইনাদা। ২০১৬ সালের আগস্টে তিনি প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব নেন। অনেকেই তাকে শিনজো আবের উত্তরসূরি বলে মনে করছিলেন।
রাজধানী টোকিওতে শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে ইনাদা জানান, তিনি প্রধানমন্ত্রী শিনজো আবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং তিনি তা গ্রহণ করেছেন।
ইনাদার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, যুদ্ধ-বিধ্বস্ত দক্ষিণ সুদানে জাপানের শান্তিরক্ষীরা যে সব বিপদের মুখোমুখি হয়েছিলেন, তার আভ্যন্তরীণ যে রেকর্ড ছিল, তা গোপনের চেষ্টায় সহযোগিতা ছিল ইনাদার।তবে অভিযোগ এতদিন অস্বীকার করে আসছিলেন তিনি।