ঢাকা ১২:৪২ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

অবক্ষয় রুখতে ফিরতে হবে ইসলামের আদর্শে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০১৭
  • ৩২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, রাসুল সা.-এর আদর্শ অনুসরণ ও অনুকরণ না থাকায় হিংসা-বিদ্বেষের আগুনে মানুষ জ্বলেপুড়ে ছাই হচ্ছে। সামাজিক ও নৈতিক মূল্যবোধের চরম অবক্ষয়ে জর্জরিত জাতিকে বাঁচাতে হলে রাসুল সা.-এর অনুপম আদর্শের রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করতে হবে। নৈতিকতা বিবর্জিত জাতিকে ইসলামের সুমহান আদর্শে ফিরে আসতে ইসলামি অনুশাসনের বিকল্প নেই।

মঙ্গলবার বাংলাদেশ মুজাহিদ কমিটি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা শাখার উদ্যোগে হোসেনপুর সরকারি কলেজ প্রাঙ্গণে বিশাল ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কিশোরগঞ্জ আল জামিয়াতুল ইমদাদিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা শামসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য দেন মাওলানা সৈয়দ আলী আনসার জায়েদ, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আবুল কালাম ফারুকী, মাওলানা শফিকুল ইসলাম ফারুকী, মাওলানা মীর আরিফ রব্বানী প্রমুখ। মাহফিল পরিচালনা করেন মাওলানা মহিউদ্দিন আজমী।

চরমোনাই পীর বলেন, ‘মৃত্যুর পর মানুষের রাস্তা হলো দু’টি। একটি জান্নাতের রাস্তা অপরটি জাহান্নামের। ইমান মানে মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা এবং সে অনুযায়ী কাজ করা। মনে রাখবেন, কবরে চরমোনাইর পীরের মুরিদের পরিচয় কোনো কাজে আসবে না। সেখানে দেখা হবে আমল। আর দুনিয়া হলো- আখেরাতের কামাইয়ের জায়গা। আমল করার জায়গা।’

পীর সাহেব চরমোনাই মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, ‘দুনিয়ার মামলায় একবার হেরে গেলে আবার উচ্চ আদালতে আপিল করে খালাসের আশা করা যায়। কিন্তু আখেরাতের মামলায় কোনো আপিল নেই, কোনো তদবির সেখানে কাজে আসবে না। একমাত্র কোরআন-হাদিস অনুযায়ী নিজের জীবন গঠন করে কবরে যেতে পারলে মুক্তির আশা করা যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

অবক্ষয় রুখতে ফিরতে হবে ইসলামের আদর্শে

আপডেট টাইম : ০৮:৪৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০১৭

হাওর বার্তা ডেস্কঃ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, রাসুল সা.-এর আদর্শ অনুসরণ ও অনুকরণ না থাকায় হিংসা-বিদ্বেষের আগুনে মানুষ জ্বলেপুড়ে ছাই হচ্ছে। সামাজিক ও নৈতিক মূল্যবোধের চরম অবক্ষয়ে জর্জরিত জাতিকে বাঁচাতে হলে রাসুল সা.-এর অনুপম আদর্শের রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করতে হবে। নৈতিকতা বিবর্জিত জাতিকে ইসলামের সুমহান আদর্শে ফিরে আসতে ইসলামি অনুশাসনের বিকল্প নেই।

মঙ্গলবার বাংলাদেশ মুজাহিদ কমিটি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা শাখার উদ্যোগে হোসেনপুর সরকারি কলেজ প্রাঙ্গণে বিশাল ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কিশোরগঞ্জ আল জামিয়াতুল ইমদাদিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা শামসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য দেন মাওলানা সৈয়দ আলী আনসার জায়েদ, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আবুল কালাম ফারুকী, মাওলানা শফিকুল ইসলাম ফারুকী, মাওলানা মীর আরিফ রব্বানী প্রমুখ। মাহফিল পরিচালনা করেন মাওলানা মহিউদ্দিন আজমী।

চরমোনাই পীর বলেন, ‘মৃত্যুর পর মানুষের রাস্তা হলো দু’টি। একটি জান্নাতের রাস্তা অপরটি জাহান্নামের। ইমান মানে মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা এবং সে অনুযায়ী কাজ করা। মনে রাখবেন, কবরে চরমোনাইর পীরের মুরিদের পরিচয় কোনো কাজে আসবে না। সেখানে দেখা হবে আমল। আর দুনিয়া হলো- আখেরাতের কামাইয়ের জায়গা। আমল করার জায়গা।’

পীর সাহেব চরমোনাই মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, ‘দুনিয়ার মামলায় একবার হেরে গেলে আবার উচ্চ আদালতে আপিল করে খালাসের আশা করা যায়। কিন্তু আখেরাতের মামলায় কোনো আপিল নেই, কোনো তদবির সেখানে কাজে আসবে না। একমাত্র কোরআন-হাদিস অনুযায়ী নিজের জীবন গঠন করে কবরে যেতে পারলে মুক্তির আশা করা যায়।