নিউজিল্যান্ডে অবস্থান করছেন আলোচিত নারী সংগীতশিল্পী সিঁথি সাহা। তবে চলতি বছরের প্রথম দিকে চার মাসের জন্য দেশে এসেছিলেন তিনি। আর সে সময় গান নিয়েই ব্যস্ত ছিলেন। পহেলা বৈশাখে সংগীতার ব্যানারে প্রকাশ পায় তার চতুর্থ একক অ্যালবাম ‘মন বালিকা’। ৭টি গান দিয়ে সাজানো এ অ্যালবামটি বেশ প্রশংসিত হয় শ্রোতামহলে। অ্যালবাম প্রকাশের কিছুদিন পরই আবার নিউজিল্যান্ডে পাড়ি জমান সিঁথি। সেখানে গিয়েও গান নিয়ে এখন ব্যস্ত এই সংগীতশিল্পী। এরই মধ্যে নিউজিল্যান্ডে আয়োজিত একটি সংগীত প্রতিযোগিতার বিচারক হিসাবে দায়িত্ব পালন করেছেন সিঁথি। নতুন খবর হলো এবার নিজের নতুন একটি গানের মিউজিক ভিডিওর কাজ করলেন তিনি। গানের নাম ‘তোমার ডানায়’। গানটির কথা লিখেছেন জুলফিকার রাসেল। সুর করেছেন বেলাল খান। এটি সিঁথির ‘মন বালিকা’ অ্যালবামের একটি গান। নিউজিল্যান্ডের বিভিন্ন লোকেশনে এ গানটির শুটিং করেছেন সিঁথি। এরই মধ্যে শুটিং শেষও। এই মিউজিক ভিডিওটির নির্মাণও করেছেন সিঁথি স্বয়ং। ভিডিওটি আগামী মাসেই দেশের সবক’টি টিভি চ্যানেল ও ইউটিউবে প্রকাশ করবেন বলে জানিয়েছেন তিনি। এ বিষয়ে সিঁথি বলেন, অ্যালবামের গানগুলো শ্রোতারা অনেক পছন্দ করেছেন। এরই মধ্যে একটি ভিডিও প্রকাশ করেছি। এবার ‘তোমার ডানায়’ গানটির মিউজিক ভিডিও করলাম। নিজেই পরিচালনা করেছি। এখানকার সুন্দর সুন্দর লোকেশনে কাজ করেছি। আশা করছি, গানটি ভাল লাগবে সবার। এদিকে এরই মধ্যে সিঁথি একটি দ্বৈত রবীন্দ্রসংগীতের অ্যালবামের কাজও শেষ করেছেন। এটিও খুব শিগগিরই প্রকাশ পাবে। এছাড়াও কয়েকটি মিশ্র অ্যালবামের কাজও করছেন সিঁথি। নিজের বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে এ শিল্পী বলেন, নতুন গানের কাজ করছি কিছু। রবীন্দ্রসংগীতের অ্যালবামের কাজ শেষ হয়েছে। মিশ্র অ্যালবামের কাজ করছি। এর বাইরে নিউজিল্যান্ডে স্টেজ শো করছি নিয়মিত। বলতে পারেন গান নিয়েই মোটামুটি সব ব্যস্ততা।
সংবাদ শিরোনাম
নিউজিল্যান্ডে সিঁথির মিউজিক ভিডিও
- Reporter Name
- আপডেট টাইম : ১১:৫৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০১৫
- ৩৩২ বার
Tag :
জনপ্রিয় সংবাদ