ফলে পরিচয়? তা তো ঠিকই। কিন্তু, তার অপেক্ষায় থাকতে হবে না। তার আগেই হাড়েহাড়ে মালুম হবে, এ বৃক্ষ সে বৃক্ষ নয়। চারপাশে যে গাছপালা দেখেন, স্বভাবে-চরিত্রে কেউ-ই এর ধারেকাছে নেই।
তাই আগেভাগেই সতর্ক করে দিয়েছেন উদ্ভিদবিদরা। ভুলেও ছোঁবেন না। আর যদি ছুঁয়ে ফেলেন, কী হতে পারে দেখুন নীচের ছবিতে।
যেখানে লাগবে, জ্বালিয়ে ছাড়বে। চাকা চাকা ফোস্কা। পুড়ে গেলে যেমন হয়, তেমন। আর ভোগান্তি? কয়েক মাসের। আমাদের জলবিছুটি এর কাছে নেহাতই শিশু। তা-ও শুধু পুড়লে, না হয় হতো। উদ্ভিদবিদরা দাবি করেছেন, এই গাছের রস এতটাই বিষাক্ত, চোখ কানা পর্যন্ত করে দিতে পারে।
সংবাদ শিরোনাম
এই গাছ স্পর্শ করলেই অন্ধ হয়ে যাবেন
- Reporter Name
- আপডেট টাইম : ১২:৫৮:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০১৫
- ৩৩৬ বার
Tag :
জনপ্রিয় সংবাদ