হাওর বার্তা ডেস্কঃ সেপ্টেম্বরে ভুটানে বসতে যাচ্ছে অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় ছয়টি দল অংশ নিবে। আজ সোমবার এই প্রতিযোগিতার ড্র আজ অনুষ্ঠিত হয়েছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশ তাদের প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ভারত ও ভুটানকে। ‘বি’ গ্রুপে রয়েছে মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কা। ১৮ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা।
২০ সেপ্টেম্বর বাংলাদেশের যুবারা তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক ভুটানের। ২২ সেপ্টেম্বর লড়বে ভারতের বিপক্ষে। সেমিফাইনালে যেতে হলে কমপক্ষে একটি ম্যাচে জিততে হবে। দুই গ্রুপের শীর্ষ চারটি দল সেমিফাইনাল খেলবে। ২৫ সেপ্টম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। আর ২৭ সেপ্টেম্বর হবে ফাইনাল।
সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ভুটানের চালিমিথান স্টেডিয়ামে।