ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দেশে ইন্টারনেট ব্যবহারকারী ৭ কোটি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৩:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০১৭
  • ২৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ  দেশে ইন্টারনেট সংযোগের সংখ্যা ৭ কোটির বেশি। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি বলছে, প্রতি ১০০ জনের মধ্যে এখন ইন্টারনেট ব্যবহার করছে প্রায় সাড়ে ৪৪ জন। ইন্টারনেট ব্যবহারের এ মাইলফলক তৈরি হয় এপ্রিল মাসে। আর মে মাসের শেষে এ সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ১৯ লাখ ৫৬ হাজারে। সর্বশেষ ফেব্রুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে গ্রাহকসংখ্যার হিসাব প্রকাশ করে বিটিআরসি। ওই তথ্য অনুযায়ী, তখন কার্যকর ইন্টারনেট সংযোগ ছিল ৬ কোটি ৭২ লাখ ৪৫ হাজার। এর মধ্যে এপ্রিল মাসে সংযোগ ৭ কোটি পেরিয়ে যায়। সম্প্রতি সংসদে টেলিযোগাযোগ বিভাগ জানায়, এপ্রিলের শেষে কার্যকর ইন্টারনেট সংযোগ ছিল ৭ কোটি ৭৭ লাখ ৯৬৯। এখনও আনুষ্ঠানিকভাবে মে মাসের তথ্য প্রকাশ না করলেও অপারেটরগুলো বিটিআরসির কাছে যে পরিসংখ্যান জমা দিয়েছে, সেখানে বলা হয়েছে মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেটে যুক্ত রয়েছে ৬ কোটি ৭৪ লাখ সিম। তবে সেখানে থ্রিজি বা টুজি বিষয়ে আলাদা তথ্য নেই। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের মাধ্যমে গ্রাহকরা সংযোগ নিয়েছেন ৪৪ লাখ ৪০ হাজার। আর আরও ১ লাখ ৪ হাজার ইন্টারনেট সংযোগ দেয়া হয়েছে তিনটি ওয়াইম্যাক্স অপারেটর ও রাষ্ট্রায়ত্ত ল্যান্ডফোন কোম্পানি বিটিসিএলের মাধ্যমে। এর আগে গেল বছর মার্চে ৬ কোটি ইন্টারনেট সংযোগের মাইলফলকে পৌঁছে দেশ। ২০১৫ সালের জুলাইয়ে ৫ কোটিতে পৌঁছেছিল ইন্টারনেট সংযোগ। এসব সংযোগের বিপরীতে এখন সব মিলে প্রায় ৪০০ জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহার হচ্ছে। গত বছর ৬ কোটি সংযোগের সময় মোট ইন্টারনেট ডাটার ব্যবহার ছিল ১৬৩ দশমিক জিবিপিএস। টেলিকম সংশ্লিষ্টদের মতে, এত বেশি ইন্টারনেট সংযোগ হওয়ার ক্ষেত্রে মোবাইল ফোনের তৃতীয় প্রজন্মের সেবা থ্রিজি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এ কারণেই বাড়ছে ডেটার ব্যবহার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

দেশে ইন্টারনেট ব্যবহারকারী ৭ কোটি

আপডেট টাইম : ১০:৫৩:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০১৭

হাওর বার্তা ডেস্কঃ  দেশে ইন্টারনেট সংযোগের সংখ্যা ৭ কোটির বেশি। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি বলছে, প্রতি ১০০ জনের মধ্যে এখন ইন্টারনেট ব্যবহার করছে প্রায় সাড়ে ৪৪ জন। ইন্টারনেট ব্যবহারের এ মাইলফলক তৈরি হয় এপ্রিল মাসে। আর মে মাসের শেষে এ সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ১৯ লাখ ৫৬ হাজারে। সর্বশেষ ফেব্রুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে গ্রাহকসংখ্যার হিসাব প্রকাশ করে বিটিআরসি। ওই তথ্য অনুযায়ী, তখন কার্যকর ইন্টারনেট সংযোগ ছিল ৬ কোটি ৭২ লাখ ৪৫ হাজার। এর মধ্যে এপ্রিল মাসে সংযোগ ৭ কোটি পেরিয়ে যায়। সম্প্রতি সংসদে টেলিযোগাযোগ বিভাগ জানায়, এপ্রিলের শেষে কার্যকর ইন্টারনেট সংযোগ ছিল ৭ কোটি ৭৭ লাখ ৯৬৯। এখনও আনুষ্ঠানিকভাবে মে মাসের তথ্য প্রকাশ না করলেও অপারেটরগুলো বিটিআরসির কাছে যে পরিসংখ্যান জমা দিয়েছে, সেখানে বলা হয়েছে মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেটে যুক্ত রয়েছে ৬ কোটি ৭৪ লাখ সিম। তবে সেখানে থ্রিজি বা টুজি বিষয়ে আলাদা তথ্য নেই। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের মাধ্যমে গ্রাহকরা সংযোগ নিয়েছেন ৪৪ লাখ ৪০ হাজার। আর আরও ১ লাখ ৪ হাজার ইন্টারনেট সংযোগ দেয়া হয়েছে তিনটি ওয়াইম্যাক্স অপারেটর ও রাষ্ট্রায়ত্ত ল্যান্ডফোন কোম্পানি বিটিসিএলের মাধ্যমে। এর আগে গেল বছর মার্চে ৬ কোটি ইন্টারনেট সংযোগের মাইলফলকে পৌঁছে দেশ। ২০১৫ সালের জুলাইয়ে ৫ কোটিতে পৌঁছেছিল ইন্টারনেট সংযোগ। এসব সংযোগের বিপরীতে এখন সব মিলে প্রায় ৪০০ জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহার হচ্ছে। গত বছর ৬ কোটি সংযোগের সময় মোট ইন্টারনেট ডাটার ব্যবহার ছিল ১৬৩ দশমিক জিবিপিএস। টেলিকম সংশ্লিষ্টদের মতে, এত বেশি ইন্টারনেট সংযোগ হওয়ার ক্ষেত্রে মোবাইল ফোনের তৃতীয় প্রজন্মের সেবা থ্রিজি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এ কারণেই বাড়ছে ডেটার ব্যবহার।