হাওর বার্তা নিউজঃ সুদানের ফুটবলীয় কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফা। দেশটির ফুটবল এসোসিয়েশনে (এসএফএ) সরকারের হস্তক্ষেপের কারণে ফিফার নেয়া নিষেধাজ্ঞার ফলে সুদানের জাতীয় ফুটবল দল কোন ধরনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবে না। একইসঙ্গে দেশটির বিভিন্ন ক্লাব সব ধরনের কন্টিনেন্টাল প্রতিযোগিতা থেকেও নিষিদ্ধ থাকবে। গত ২৭ জুন ফিফার কাউন্সিল সভায় সুদানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার এই সিদ্ধান্ত হয়। ফিফার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এই সিদ্ধন্তের ফলে আফ্রিকার শীর্ষ দুটি ক্লাব প্রতিযোগিতা অর্থাৎ চ্যাম্পিয়নস লিগ ও কনফেডারেশন্স কাপে খেলতে পারবে না আল-হিলাল, আল মেরিখ ও আল-হিলাল ওবেদ ক্লাব। গত ২ জুন মুতাসিম জাফর একলাতিমকে সড়িয়ে আব্দেল রহমান একলাতিমকে সরকারের হস্তক্ষেপে সভাপতি হিসেবে নিয়োগ দেয়া হয়। ২৭ জুন ফিফা বিষয়টি বাতিলের নির্দেশ দিলেও সুদান তা বাস্তবায়ন করেনি।
সংবাদ শিরোনাম
ফুটবলে সুদানকে নিষিদ্ধ করল ফিফা
- Reporter Name
- আপডেট টাইম : ০৬:২৫:২২ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০১৭
- ৩১৯ বার
Tag :
জনপ্রিয় সংবাদ