হাওর বার্তা ডেস্ক বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর শুরু বাকি আরো প্রায় ৫ মাস, কিন্তু এরই মধ্যে দল গোছাতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। গত আসরের চ্যাম্পিয়ন দল ঢাকা ডায়নামাইটস এবারও তারকাবহুল দল গড়ে তোলার প্রত্যয়ে মাঠে নেমেছে। এরই মধ্যে দলটি বেশ কয়েকজন বিদেশি তারকা খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে।
ঢাকা ডায়নামাইটস এ পর্যন্ত যেসব তারকাদের নিশ্চিত করেছে তাদের মধ্যে রয়েছে- নিরোশান ডিকওয়েলা (শ্রীলঙ্কা). সুনিল নারিন (ওয়েস্ট ইন্ডিজ), মোহাম্মদ আমির (পাকিস্তান), শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া), শহীদ আফ্রিদি (পাকিস্তান), কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা), এভিন লিউইস (ওয়েস্ট ইন্ডিজ), রভম্যান পাওয়েল (ওয়েস্ট ইন্ডিজ) ও আসেলা গুনারত্নেকে (শ্রীলঙ্কা)। ঢাকা ডায়নামাইটসের ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
গত আসরের রানার আপ দল রাজশাহী কিংস কেবল দলে নিয়েছে ক্যারিবীয় ক্রিকেটার লেন্ডল সিমন্সকে। দলটির ফেসবুক পেইজ থেকে বিষয়টি জানা গেছে।
গত আসরে প্লে-অফ পর্বে খেলা দল খুলনা টাইটান্স দলে নিয়েছে ক্রিস লিন (অস্ট্রেলিয়া), সরফরাজ আহমেদ (পাকিস্তান), শাদব খান (পাকিস্তান), জুনায়েদ খান (পাকিস্তান), কাইল অ্যাবোট (সাউথ আফ্রিকা), রিলি রুশো (সাউথ আফ্রিকা) ও সেকুগে প্রসন্নকে (শ্রীলঙ্কা)।
তাছাড়া এবার দলটির হেড কোচের দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কা দলের সাবেক ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনে। খুলনা টাইটান্সের ফেসবুক পেইজ থেকে বিষয়টি জানা গেছে।
আগামী ৪ নভেম্বর শুরু হবে বিপেএলের পঞ্চম আসর। তার আগে ২ নভেম্বর হবে উদ্বোধনী অনুষ্ঠান। আর প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ১৬ সেপ্টেম্বর। গত আসরে অংশ নিয়েছিল সাতটি দল। তবে, এবার দলের সংখ্যা বেড়েছে। মোট আটটি দলের অংশগ্রহণে এবারের বিপিএল অনুষ্ঠিত হবে।