হাওর বার্তা ডেস্কঃ সদ্য শেষ হওয়া কনফেডারেশন কাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জার্মান অধিনায়ক জুলিয়ান ডাক্সলার। তারুণ্য নির্ভর দল ‘বি’ দল’ নিয়ে কনফেডারেশন কাপের শিরোপা জয় করেছে জার্মানি। রোববার অনুষ্ঠিত ফাইনালে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলিকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মত টুর্নামেন্টের শিরোপা জয় করে জোয়াকিম লো’র শিষ্যরা।
টুর্নামেন্টে দলকে নেতৃত্ব দিয়ে শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে গোল্ডেন বল জিতেছেন প্রতিশ্রুতিশীল উদীয়মান তারকা ২৩ বছর বয়সী ড্রাক্সলার। টুর্নামেন্টে সর্বোচ্চ তিন গোলদাতা হিসেবে গোল্ডেন বুট জয় করেছেন তারই সতীর্থ টিমো ওয়ার্নার। যদিও আরেক সতীর্থ লিওন গোরেতকা এবং ফাইনালে জয়সুচক গোল আদায়কারী লার্স স্টিন্ডলরও তিন গোল রয়েছে। কিন্তু আরো দুটি গোলে সহায়তা করায় ওয়ার্নারকেই বেছে নেয়া হয় সেরা হিসেবে।
রোববার সেন্টপিটার্সবার্গে অনুষ্ঠিত ফাইনালে শিরোপা জয়ে ব্যর্থ হলেও টুর্নামেন্ট সেরা গোল রক্ষক নির্বাচিত হয়ে গোল্ডেন গ্লাভস জয় করেছেন চিলির গোল রক্ষক ক্লদিও ব্রাভো। সেমি-ফাইনালে টাইব্রেকারে পর্তুগালের তিনটি গোল ঠেকিয়ে দিয়ে চিলিকে ফাইনালের টিকিট পাইয়ে দিয়েছিলেন তিনি। তবে ফাইনালে প্রতিপক্ষ দলের কয়েকটি নিশ্চিত গোল প্রতিহত করে ম্যাচ সেরার পুরস্কার লাভ করেছেন জার্মানির গোল রক্ষক মার্স-আন্দ্রে টার স্টেগেন। বাসস।