হাওর বার্তা ডেস্কঃ ঢাকা: নজরুল গবেষক ও একুশে পদকপ্রাপ্ত করুণাময় গোস্বামীর মৃত্যুতে শোকের স্রোতে এক হয়েছিল নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষ, জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
আজ সোমবার দুপুরেকরুণাময়
গোস্বামীকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে নারায়ণঞ্জ শহরের মাসদাইরে সিটি করপোরেশনের কেন্দ্রীয় শশ্মানে শেষকৃত্য করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনারের ভেতরে পাশাপাশি বসেছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান, সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাইসহ অনেকে।