হাওর বার্তা ডেস্কঃ গত ১৮ জুন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসরের পর্দা নেমেছে। এই আসরে সেমিফাইনাল পর্ব থেকে বিদায় নেয় টাইগাররা। সেমি ফাইনালে খেলায় আইসিসি থেকে প্রাইজমানি হিসেবে বাংলাদেশ দল পাচ্ছে তিন কোটি ৬৪ লাখ টাকা।
বাংলাদেশ সেমি ফাইনালে খেলতে পেরেছে বলেই টাকার অঙ্কটা একটু বেশি। টাইগাররা যদি গ্রুপ পর্বে তিন নম্বর অবস্থানে থেকে বিদায় নিতো তাহলে পেতো মাত্র ৭৩ লাখ টাকা। আর যদি গ্রুপ পর্বে চার নম্বর অবস্থানে থেকে টুর্নামেন্ট শেষ করত তাহলে পেত ৪৮ লাখ ৬০ হাজার টাকা।
এ আসরের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ দল। এরপর বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ উইকেটের জয় পেয়েছিল টাইগাররা। এই জয়ের মাধ্যমেই মূলত সেমি ফাইনাল নিশ্চিত হয় মাশরাফিদের। ফাইনালে উঠার লড়াইয়ে ভারতের কাছে নয় উইকেটে হেরে গিয়েছিল বাংলাদেশ।