আইসসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতে বীরের বেশে দেশে ফিরলো পাকিস্তান জাতীয় ক্রিকেট দল।আসরে আট নম্বর দল হিসেবে অংশ নিয়েও ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মতো দলকে বিশাল ব্যবধানে উড়িয়ে শিরোপা জেতায় আনন্দে আত্মহারা পাকিস্তান ভক্তরা।
তাই প্রিয় দল দেশে ফেরার তাদের অভিনন্দন জানাতে জড়ো হন, হাজার হাজার ভক্ত-সমর্থক। আর ভক্তদের এমন ভালোবাসায় আনন্দিত ক্রিকেটাররাও।করাচির মেয়র ও সিন্দ প্রদেশের ক্রীড়া মন্ত্রীর কাছ থেকে সম্মাননা পেয়েছেন দলের অধিনায়ক সরফরাজ আহমেদ।
বাসার ব্যালকোনিতে দাড়িয়ে হাজার হাজার ভক্তদের সামনে ট্রফি তুলেছেন।এই অভিবাদন পাকিস্তানকে আরো ভালো খেলতে উৎসাহিত করবে বলে মনে করেন তিনি। আগামীতে আরো আরও শিরোপা জিততে চায় দল বলেও জানান সরফরাজ।
এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড কোন আয়োজন না করলেও পাঞ্জাবের গুজরানওয়ালা শহর থেকে লাডেওয়ালা গ্রাম পর্যন্ত র্যালি আয়োজন করেছেন তরুণ পেসার হাসান আলির ভাই।
৫ ম্যাচে সর্বোচ্চ ১৩ উইকেট নেয়া হাসান বলেন, এটি আমার, আমার পরিবার এবং সমগ্র দেশের জন্য একটি চমৎকার মুহূর্ত। এতো ভালবাসা পেয়ে সম্মানিত বোধ করছি।