হাওর বার্তা ডেস্কঃ ডিজাইনে আভিজাত্য, কাপড়ে স্বস্তি আর রঙে উৎসবের আনন্দ নিয়েই এবার বর্ণিল সেইলরের ঈদ পোশাক। ফিউশন, ক্যাজুয়াল এবং উৎসবের আবহ নিয়ে সেইলর পোশাকের প্যাটার্ন ও ডিজাইনে করেছে নিরীক্ষা। ভ্যালু এডিশন হিসাবে প্রাধান্য দেয়া হয়েছে ওয়াশ, প্রিন্ট এবং এমব্রয়ডারির নকশার উপর। তরুণ তরুণীদের রেডি টু ওয়ার আউটফিটে থাকছে স্লিম বা ট্রিম ফিটে ফরমাল এবং ক্যাজুয়াল আবহ।
শার্ট, পলো এবং ট্রাউজারে অনুসরণ করা হয়ে বিশেষ কাট। শার্টে কলার কাফে আনা হয়েছে সমকালীন ট্রেন্ড। তরুণীদের জন্য কুর্তির বিশেষ ট্রেন্ডি ডিজাইনের বাইরেও নেকলাইন বৈচিত্র্যসহ, স্মুদি লেয়ারিং ফ্যাশন থাকছে। কাটে অনুসরণ করা হয়েছে লং, সেমিলং, কাপতান ও ফ্লোরটাচ। ফ্যাশন অনুসঙ্গও থাকছে উৎসব কেন্দ্রিক।
ছোটদের জন্যও এবার সেইলর এনেছে বিশেষ বর্ণিল পাশ্চাত্য কাটের ঈদ পোশাক। ছোট থেকে বড় সবার সবধরনের লাইফস্টাইল পণ্য স্টোরের পাশাপাশি খোঁজখবর পাবেন সেইলর- এর ফেসবুকে sailor –
( https://web.facebook.com/clothings.sailor/?fref=ts) এর অফিসিয়াল পেইজ-এ।