হাওর বার্তা ডেস্কঃ দায়িত্ব নেয়ার পরই প্রথমে সাম্পাওলিকে দিতে হয় ব্রাজিল-পরীক্ষা। কষ্ট করেও হলে সেই পরীক্ষায় পাস করেছেন তিনি। সাম্পাওলির দ্বিতীয় পরীক্ষাটা ছিল আজ। প্রতিপক্ষ ছিলো দূর্বল সিঙ্গাপুর। পরীক্ষার ফলটাও ছিল অনুমিতই। হলো ঠিক তা-ই। লিওনেল মেসিকে ছাড়াই খেলতে নেমে সিঙ্গাপুরকে ৬-০ গোলে বিধ্বস্ত করল আর্জেন্টিনা।
সিঙ্গাপুরের দ্য ন্যাশনাল স্টেডিয়ামে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার আক্রমণভাগের দায়িত্ব পালন করেন পাওলো দিবালা, বিগলিয়া ও অ্যাঙ্গেল ডি মারিয়া। তবে প্রথমার্ধে তারা কেউ গোলের দেখা পাননি। ম্যাচের ২৫ মিনিটে আর্জেন্টিনাকে লিড এনে দেন ফেদেরিকো ফাজিও। আলেসান্দ্রো গোমেজের পাস ধরে সিঙ্গাপুরের জালে বল জড়ান আর্জেন্টাইন এই ডিফেন্ডার (১-০)। আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি এসেছে ৩১ মিনিটের মাথায়। এ যাত্রায় সিঙ্গাপুরের জাল কাঁপান জোয়াকুইন কোরিয়া (২-০)। গোলটির জোগানদাতা পাওলো দিবালা। আর্জেন্টিনার গোল ব্যবধান ৩-০তে পরিণত করেন আলেসান্দ্রো গোমেজ। সফরকারীদের পক্ষে চতুর্থ গোলটি আসে লিওনার্দো পারেদিসের কল্যাণে। লুকাস আলরিওর গোলে আর্জেন্টিনার ব্যবধান বেড়ে দাঁড়ায় ৫-০। সিঙ্গাপুরের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ডি মারিয়া, অতিরিক্ত সময়ে (৯০+৩ মিনিট)
সংবাদ শিরোনাম
মেসিকে ছাড়া বড় ব্যবধানে জিতলো আর্জেন্টিনা
- Reporter Name
- আপডেট টাইম : ০৯:৫৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০১৭
- ৩২৭ বার
Tag :
জনপ্রিয় সংবাদ