নিজে একটি গোল করলেন, সতীর্থদের দিয়ে করালেন দুটি। সঙ্গে জ্বলে উঠলেন নেইমারও। কোপা ডেল রেতে লিওনেল মেসির দুর্দান্ত পারফরমেন্সে দেপোর্তিভো আলাভেসকে ফাইনাল ম্যাচে ৩-১ গোলে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা ঘরে তুলেছে কাতালানরা। শনিবার (২৭ মে) রাতে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচের ৩০ মিনিটে প্রথম সাফল্য পায় বার্সা। জয়সূচক গোলটি করেন মেসি। চলতি মৌসুমে সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে এটি তার ৫৪তম গোল। এরপর দ্রুতই সমতা ফেরায় আলাভেস। ম্যাচের ৩৩ মিনিটে দর্শনীয় গোলে সমতা আনেন থিও হের্নান্দেজ। বিরতির ঠিক আগে দুটি গোল করে ম্যাচের লাগাম টেনে নেয় বার্সা। দুটি গোলই করিয়েছেন মেসি। ম্যাচের ৪৫ মিনিটে মেসির পাসে বল পেয়ে আন্দ্রে গোমেজ নেইমারের দিকে ঠেলে দেন। তা থেকে দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার। স্বাদ পান কোপা ডেল রের টানা তিন ফাইনালে গোল করার। পরের গোলটিও আসে মেসির সহায়তায়ই। বক্সে দুই ডিফেন্ডারকে কাটিয়ে আলকাসেরের দিকে বল বাড়ান মেসি, সেটি থেকে সহজেই জাল খুঁজে নেন স্প্যানিশ এ ফরোয়ার্ড।
সংবাদ শিরোনাম
হ্যাটট্রিক শিরোপা ঘরে তুলেছে বার্সা
- Reporter Name
- আপডেট টাইম : ১২:০৪:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ মে ২০১৭
- ৫২৯ বার
Tag :
জনপ্রিয় সংবাদ