ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ম্যারাডোনার দৃষ্টিতে সেরা ফুটবালার…

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪১:২৪ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০১৭
  • ৪৪৪ বার

ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় কে? পেলে নাকি দিয়েগো ম্যারাডোনা? বর্তমান সময়ের সেরা খেলোয়াড়কে? লিওনেল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদো। শেষের দু’জনের সর্বকালের সেরা ফুটবলার হওয়া নিয়েও তর্ক রয়েছে। তার মানে সর্বকালের সেরা ফুটবলারের বিতর্কে আছে প্রধানত চার খেলোয়াড়ের নাম। তারমধ্যে অন্যতম ১৯৮৬ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপের শিরোপা জেতানো দিয়েগো ম্যারাডোনা। বর্তমান সময়ের সেরা খেলোয়াড় বাছাই করতে গিয়ে তিনি সবসময় লিওলেন মেসির নাম বলেন। কিন্তু এবার বললেন, তার দৃষ্টিতে সেরা ফুটবলার ফ্রান্সিসকো টোট্টি। রোমার ইতালিয়ান এ কিংবদন্তি চলতি মৌসুম শেষে বুটজোড়া তুলে রাখবেন। রোববার ইতালিয়ান সিরি আ’র চলতি মৌসুমের শেষ ম্যাচ খেলবে রোমা। নিজেদের মাঠে জেনোয়ার বিপক্ষের ওই ম্যাচটি হবে কিংবদন্তি টোট্টির শেষ ম্যাচ ম্যাচ। ৪০ বছর বয়সী টোট্টি ২৫ বছরের দীর্ঘ ক্যারিয়ার শেষ করবেন। তাকে বিদায় জাননোর জন্য পুরো স্টেডিয়াম প্রস্তুত। ইতিমধ্যে ওই ম্যাচের সব টিকিট বিক্রি শেষ। আর তার বিদায়ের আগে কিংবদন্তি ম্যারাডোনা টোট্টিকে অন্যভাবে সম্মান দিলেন। ফেসবুকে ম্যারাডোনা লেখেন, ‘ফ্রান্সিসকো টোট্টি রোমের রাজা। আমার দেখা সেরা খেলোয়াড় সে এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে।’ অ্যাটাকিং মিডফিল্ডার টোট্টি ইতালির হয়ে ১৯৯৮ থেকে ২০০৬ পর্যন্ত ৫৮ ম্যাচে ৯ গোল করেছেন। আর রোমার হয়ে ১৯৮৯ থেকে এ পর্যন্ত ৭৮৫ ম্যাচে করেছেন ৩০৭ গোল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ম্যারাডোনার দৃষ্টিতে সেরা ফুটবালার…

আপডেট টাইম : ০৯:৪১:২৪ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০১৭

ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় কে? পেলে নাকি দিয়েগো ম্যারাডোনা? বর্তমান সময়ের সেরা খেলোয়াড়কে? লিওনেল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদো। শেষের দু’জনের সর্বকালের সেরা ফুটবলার হওয়া নিয়েও তর্ক রয়েছে। তার মানে সর্বকালের সেরা ফুটবলারের বিতর্কে আছে প্রধানত চার খেলোয়াড়ের নাম। তারমধ্যে অন্যতম ১৯৮৬ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপের শিরোপা জেতানো দিয়েগো ম্যারাডোনা। বর্তমান সময়ের সেরা খেলোয়াড় বাছাই করতে গিয়ে তিনি সবসময় লিওলেন মেসির নাম বলেন। কিন্তু এবার বললেন, তার দৃষ্টিতে সেরা ফুটবলার ফ্রান্সিসকো টোট্টি। রোমার ইতালিয়ান এ কিংবদন্তি চলতি মৌসুম শেষে বুটজোড়া তুলে রাখবেন। রোববার ইতালিয়ান সিরি আ’র চলতি মৌসুমের শেষ ম্যাচ খেলবে রোমা। নিজেদের মাঠে জেনোয়ার বিপক্ষের ওই ম্যাচটি হবে কিংবদন্তি টোট্টির শেষ ম্যাচ ম্যাচ। ৪০ বছর বয়সী টোট্টি ২৫ বছরের দীর্ঘ ক্যারিয়ার শেষ করবেন। তাকে বিদায় জাননোর জন্য পুরো স্টেডিয়াম প্রস্তুত। ইতিমধ্যে ওই ম্যাচের সব টিকিট বিক্রি শেষ। আর তার বিদায়ের আগে কিংবদন্তি ম্যারাডোনা টোট্টিকে অন্যভাবে সম্মান দিলেন। ফেসবুকে ম্যারাডোনা লেখেন, ‘ফ্রান্সিসকো টোট্টি রোমের রাজা। আমার দেখা সেরা খেলোয়াড় সে এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে।’ অ্যাটাকিং মিডফিল্ডার টোট্টি ইতালির হয়ে ১৯৯৮ থেকে ২০০৬ পর্যন্ত ৫৮ ম্যাচে ৯ গোল করেছেন। আর রোমার হয়ে ১৯৮৯ থেকে এ পর্যন্ত ৭৮৫ ম্যাচে করেছেন ৩০৭ গোল।