ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কাল জিতলেই ছয়ে বাংলাদেশ, নিশ্চিত বিশ্বকাপের ছাড়পত্র

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৩:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ মে ২০১৭
  • ৬৬২ বার

আগামীকাল ম্যাচে ডাবলিনে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে জিতলেই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ছয়ে উঠে আসবে বাংলাদেশ। একই সঙ্গে সরাসরি ২০১৯ সালে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ছাড়পত্রও পেয়ে যাবে টাইগাররা। দেশের মাটিতে ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করলেও দেশের বাইরে জয়টা এখনও অধরাই রয়ে গেছে। তবে এবার হতাশার সেই বৃত্ত থেকে বেরিয়ে এসে বুধবার আরও একবার মাঠে নামবে মাশরাফি-সাব্বির-তামিমরা। আগামীকালের ম্যাচে কিউইদের হারালে হয়তো চ্যাম্পিয়ন হতে পারবে না মাশরাফির দল, তবে যোগ হবে বিশাল প্রাপ্তি। প্রথমবারের মতো ওয়ানডে র‌্যাংকিংয়ের ছয়ে উঠে যাবে এবং সরাসরি বিশ্বকাপের ছাড়পত্র পেয়ে যাবে টাইগাররা। সেই সঙ্গে থাকছে কিউইদের বিপক্ষে প্রথমবারের মতো অ্যাওয়ে সিরিজ জয়ের হাতছানি। ওয়ানডে র‌্যাংকিংয়ে ৯১ রেটিং পয়েন্ট নিয়ে এই মুহূর্তে বাংলাদেশ রয়েছে সপ্তম স্থানে। নিউজিল্যান্ডকে হারালে ২ রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়াবে ৯১। অর্থাৎ ষষ্ঠ স্থানে থাকা শ্রীলঙ্কার সমান। এই মুহূর্তে ছয়ে থাকা শ্রীলঙ্কার পয়েন্টে পরিবর্তন না হলেও রেটিং পয়েন্টের ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থেকে ছয়ে উঠে যাবে বাংলাদেশ, আর শ্রীলঙ্কা নেমে যাবে সপ্তম স্থানে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইসিসির ওয়ানডে র‍্যাংকিংয়ের প্রথম আট দল সরাসরি সুযোগ পাবে ২০১৯ বিশ্বকাপে। অন্যদিকে মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচটা হেরে গেলে বাংলাদেশ হারাবে ১ রেটিং পয়েন্ট। তবে ৯০ রেটিং পয়েন্ট নিয়ে আগের অবস্থানেই থাকবে। বিদেশের মাটিতে নিউজিল্যান্ডকে প্রথমবার হারানোর সঙ্গে র‌্যাংকিংয়ে ছয়ে ওঠার হাতছানি- সুযোগটা নিশ্চয়ই হাতছাড়া করতে চাইবেন না টাইগাররা। সবমিলিয়ে কিউইদের বিপক্ষে বিদেশের মাটিতে প্রথম জয়টা তাই ভীষণ গুরুত্বপূর্ণ মাশরাফিদের জন্য। উল্লেখ্য, স্বাগতিক ইংল্যান্ড দলসহ আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইসিসির ওয়ানডে র‍্যাংকিংয়ের প্রথম আট দল সরাসরি খেলার সুযোগ পাবে ২০১৯ বিশ্বকাপে। আইসিসির সর্বশেষ ওয়ানডে র‍্যাংকিং : অবস্থান দল পয়েন্ট ১. দক্ষিণ আফ্রিকা ১২৩ ২. অস্ট্রেলিয়া ১১৮ ৩. ভারত ১১৭ ৪. নিউজিল্যান্ড ১১৬ ৫. ইংল্যান্ড ১১০ ৬. শ্রীলঙ্কা ৯৩ ৭. বাংলাদেশ ৯১ ৮. পাকিস্তান ৮৮ ৯. ওয়েস্ট ইন্ডিজ ৭৯ ১০. আফগানিস্তান ৫২

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

কাল জিতলেই ছয়ে বাংলাদেশ, নিশ্চিত বিশ্বকাপের ছাড়পত্র

আপডেট টাইম : ১২:২৩:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ মে ২০১৭

আগামীকাল ম্যাচে ডাবলিনে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে জিতলেই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ছয়ে উঠে আসবে বাংলাদেশ। একই সঙ্গে সরাসরি ২০১৯ সালে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ছাড়পত্রও পেয়ে যাবে টাইগাররা। দেশের মাটিতে ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করলেও দেশের বাইরে জয়টা এখনও অধরাই রয়ে গেছে। তবে এবার হতাশার সেই বৃত্ত থেকে বেরিয়ে এসে বুধবার আরও একবার মাঠে নামবে মাশরাফি-সাব্বির-তামিমরা। আগামীকালের ম্যাচে কিউইদের হারালে হয়তো চ্যাম্পিয়ন হতে পারবে না মাশরাফির দল, তবে যোগ হবে বিশাল প্রাপ্তি। প্রথমবারের মতো ওয়ানডে র‌্যাংকিংয়ের ছয়ে উঠে যাবে এবং সরাসরি বিশ্বকাপের ছাড়পত্র পেয়ে যাবে টাইগাররা। সেই সঙ্গে থাকছে কিউইদের বিপক্ষে প্রথমবারের মতো অ্যাওয়ে সিরিজ জয়ের হাতছানি। ওয়ানডে র‌্যাংকিংয়ে ৯১ রেটিং পয়েন্ট নিয়ে এই মুহূর্তে বাংলাদেশ রয়েছে সপ্তম স্থানে। নিউজিল্যান্ডকে হারালে ২ রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়াবে ৯১। অর্থাৎ ষষ্ঠ স্থানে থাকা শ্রীলঙ্কার সমান। এই মুহূর্তে ছয়ে থাকা শ্রীলঙ্কার পয়েন্টে পরিবর্তন না হলেও রেটিং পয়েন্টের ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থেকে ছয়ে উঠে যাবে বাংলাদেশ, আর শ্রীলঙ্কা নেমে যাবে সপ্তম স্থানে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইসিসির ওয়ানডে র‍্যাংকিংয়ের প্রথম আট দল সরাসরি সুযোগ পাবে ২০১৯ বিশ্বকাপে। অন্যদিকে মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচটা হেরে গেলে বাংলাদেশ হারাবে ১ রেটিং পয়েন্ট। তবে ৯০ রেটিং পয়েন্ট নিয়ে আগের অবস্থানেই থাকবে। বিদেশের মাটিতে নিউজিল্যান্ডকে প্রথমবার হারানোর সঙ্গে র‌্যাংকিংয়ে ছয়ে ওঠার হাতছানি- সুযোগটা নিশ্চয়ই হাতছাড়া করতে চাইবেন না টাইগাররা। সবমিলিয়ে কিউইদের বিপক্ষে বিদেশের মাটিতে প্রথম জয়টা তাই ভীষণ গুরুত্বপূর্ণ মাশরাফিদের জন্য। উল্লেখ্য, স্বাগতিক ইংল্যান্ড দলসহ আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইসিসির ওয়ানডে র‍্যাংকিংয়ের প্রথম আট দল সরাসরি খেলার সুযোগ পাবে ২০১৯ বিশ্বকাপে। আইসিসির সর্বশেষ ওয়ানডে র‍্যাংকিং : অবস্থান দল পয়েন্ট ১. দক্ষিণ আফ্রিকা ১২৩ ২. অস্ট্রেলিয়া ১১৮ ৩. ভারত ১১৭ ৪. নিউজিল্যান্ড ১১৬ ৫. ইংল্যান্ড ১১০ ৬. শ্রীলঙ্কা ৯৩ ৭. বাংলাদেশ ৯১ ৮. পাকিস্তান ৮৮ ৯. ওয়েস্ট ইন্ডিজ ৭৯ ১০. আফগানিস্তান ৫২