ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাজিল ও আর্জেন্টিনা ম্যাচে দল ঘোষণা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৬:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ মে ২০১৭
  • ৪১৬ বার

আগামী ৯ জুন অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আর মাত্র চারদিন পর সিঙ্গাপুরের বিপক্ষে খেলবেন মেসিরা। আগামী মাসে অনুষ্ঠিতব্য দুটি প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ব্রাজিলিয়ান কোচ তিতে। কিন্তু এই দুটি ম্যাচে বিবেচনা করা হয়নি অধিনায়ক নেইমারকে। বিশ্বকাপ বাছাই পর্বে টানা চার ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে প্রথম দল হিসেবে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। আর এ কারণেই আসন্ন এই দুটি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মাঠে নামার আগে দলের সেরা ফুটবলারদের বিশ্রামে রেখেছে দলটি। নেইমারের ব্রাজিল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও মেসির আর্জেন্টিনার অবস্থান পাঁচ নম্বরে। আর পাঁচ নম্বর দলটিকে প্লে অফের বাধা টপকে যেতে হবে রাশিয়ায়। কেননা দক্ষিণ আমেরিকা অঞ্চলের শীর্ষ চারটি দল সরাসরি খেলবে বিশ্বকাপে। এদিকে ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনাও দল ঘোষণা করেছে। ২০১৩ সালের পর দলে জায়গা পেলেন ইন্টার মিলান ফরোয়ার্ড ইকার্দি। তবে ম্যানসিটির তারকা স্টাইকার আগুয়েরোর দলে জায়গা হয়নি। ব্রাজিল দল : গোলরক্ষক: দিয়েগো আলভেস, ওয়েভারটন, এডারসন। ডিফেন্ডার: ডেভিড লুইজ, গিল, জেমারসন, রদ্রিগো কাইয়ো, থিয়াগো সিলভা, এ্যালেক্স সান্দ্রো, ফাগনার, ফিলিপ লুইস, রাফিনহা। মিডফিল্ডার: ফার্নান্দিনহো, গিউলিয়ানো, লুকাস লিমা, পলিনহো, ফিলিপ কোটিনহো, রেনাটো অগাস্তো, রদ্রিগুইনহো, উইলিয়ান। স্ট্রাইকার: দিয়েগো সুজা, ডগলাস কস্তা, গ্যাব্রিয়েল জেসাস, থাইসন। আর্জেন্টিনা দল : গোলরক্ষক: নাহুয়েল গুজম্যান, সার্জিও রোমেরো, গারোনিমো রুলি। ডিফেন্ডার: ইমানুয়েল মামানা, গ্যাব্রিয়েল মার্সাডো, হ্যাভিয়ের মাচেরানো, নিকোলাস ওতামেন্দি। মিডফিল্ডার: লুকাস বিগলিয়া, এভার বানেগা, ম্যানুয়েল ল্যানজিনি, লিন্দ্রো পারেদেস, গুইদো রদ্রিগেজ, এদুয়ার্দো স্যালভিও। ফরোয়ার্ড: অ্যাঞ্জেল কোরিয়া, অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়াইন, পাবলো দিয়াবালা, আলেজান্দ্রো গোমেজ, মারিও ইকার্দি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ব্রাজিল ও আর্জেন্টিনা ম্যাচে দল ঘোষণা

আপডেট টাইম : ১২:৪৬:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ মে ২০১৭

আগামী ৯ জুন অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আর মাত্র চারদিন পর সিঙ্গাপুরের বিপক্ষে খেলবেন মেসিরা। আগামী মাসে অনুষ্ঠিতব্য দুটি প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ব্রাজিলিয়ান কোচ তিতে। কিন্তু এই দুটি ম্যাচে বিবেচনা করা হয়নি অধিনায়ক নেইমারকে। বিশ্বকাপ বাছাই পর্বে টানা চার ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে প্রথম দল হিসেবে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। আর এ কারণেই আসন্ন এই দুটি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মাঠে নামার আগে দলের সেরা ফুটবলারদের বিশ্রামে রেখেছে দলটি। নেইমারের ব্রাজিল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও মেসির আর্জেন্টিনার অবস্থান পাঁচ নম্বরে। আর পাঁচ নম্বর দলটিকে প্লে অফের বাধা টপকে যেতে হবে রাশিয়ায়। কেননা দক্ষিণ আমেরিকা অঞ্চলের শীর্ষ চারটি দল সরাসরি খেলবে বিশ্বকাপে। এদিকে ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনাও দল ঘোষণা করেছে। ২০১৩ সালের পর দলে জায়গা পেলেন ইন্টার মিলান ফরোয়ার্ড ইকার্দি। তবে ম্যানসিটির তারকা স্টাইকার আগুয়েরোর দলে জায়গা হয়নি। ব্রাজিল দল : গোলরক্ষক: দিয়েগো আলভেস, ওয়েভারটন, এডারসন। ডিফেন্ডার: ডেভিড লুইজ, গিল, জেমারসন, রদ্রিগো কাইয়ো, থিয়াগো সিলভা, এ্যালেক্স সান্দ্রো, ফাগনার, ফিলিপ লুইস, রাফিনহা। মিডফিল্ডার: ফার্নান্দিনহো, গিউলিয়ানো, লুকাস লিমা, পলিনহো, ফিলিপ কোটিনহো, রেনাটো অগাস্তো, রদ্রিগুইনহো, উইলিয়ান। স্ট্রাইকার: দিয়েগো সুজা, ডগলাস কস্তা, গ্যাব্রিয়েল জেসাস, থাইসন। আর্জেন্টিনা দল : গোলরক্ষক: নাহুয়েল গুজম্যান, সার্জিও রোমেরো, গারোনিমো রুলি। ডিফেন্ডার: ইমানুয়েল মামানা, গ্যাব্রিয়েল মার্সাডো, হ্যাভিয়ের মাচেরানো, নিকোলাস ওতামেন্দি। মিডফিল্ডার: লুকাস বিগলিয়া, এভার বানেগা, ম্যানুয়েল ল্যানজিনি, লিন্দ্রো পারেদেস, গুইদো রদ্রিগেজ, এদুয়ার্দো স্যালভিও। ফরোয়ার্ড: অ্যাঞ্জেল কোরিয়া, অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়াইন, পাবলো দিয়াবালা, আলেজান্দ্রো গোমেজ, মারিও ইকার্দি।