মানবতাবিরোধী অপরাধে আপিল বিভাগের চূড়ান্ত রায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা) ফাঁসির আদেশ বহাল খাকায় রিভিউয়ে তার মুক্ত হওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বুধবার দুপুরে নিজ কার্যালয়ে রায় পরবর্তী এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
আইনমন্ত্রী বলেন, একাত্তরে যারা নিহত হয়েছেন, তাদের পরিবারের লোকজনও স্বস্তির নিঃশ্বাস নিতে পারছেন। রিভিউয়েও সাকা চৌধুরীর মুক্ত হওয়া সম্ভব নয়।
উল্লেখ্য, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৪ সদস্যের আপিল বেঞ্চ মানবতাবিরোধী অপরাধে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রেখে রায় ঘোষণা করেন।