আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে তিটি দেশের দল থেকে আইসিসি একজন করে তরুণ খেলোয়াড়ের নাম প্রকাশ করেছে যারা সিরিজে আলো ছড়াতে পারেন। এদের মধ্যে সময়ের সবচেয় আলোচিত খেলোয়াড় বাংলাদেশের তরুণ পেসার মোস্তাফিজুর রহমান বেছে নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থা। আগামী ১ জুন বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ দিয়ে মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। ইতোমধ্যেই সব দলের স্কোয়াড ঘোষণা করাও শেষ। আইসিসির প্রকাশিত সেই প্রতিবেদনে বলা হয়, মোস্তাফিজের বোলিংয়ে কিছু বিশেষত্ব রয়েছে। আর এই বোলিং দিয়ে সকলকে প্রভাবিত করেছেন এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। তার বোলিংয়ের সবচেয়ে বড় বিশেষণ হচ্ছে অফ কাটার। পাশাপাশি বলতে গেলে মোস্তাফিজ বাংলাদেশের খুঁজে পাওয়া একটি হীরা। আইপিএল থেকে ‘ফিজ’ নামে পরিচিতি পাওয়া ক্রিকেটারের বোলিংয়ের সবচেয়ে বড় বিশেষণ হচ্ছে অফ কাটার। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ওয়ানডে ম্যাচেই ২০১৫ সালে ভারতের বিপক্ষে পাঁচ উইকেট শিকার করে সবার নজরে আসেন তিনি। ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে পাঁচ ম্যাচে দুইবার পাঁচ উইকেট শিকারের কৃতিত্বও রয়েছে বাংলাদেশের কাটার-মাস্টার খ্যাত এই বাঁহাতি পেসারের ঝুড়িতে। মোস্তাফিজের পূর্বে জিম্বাবুয়ের ব্রায়ান ভেট্টরি এই কৃতিত্ব অর্জন করেছিলেন। ২১ বছর বয়সী এই তরুণের আন্তর্জাতিক ক্রিকেটে এখনও অনেক বছর পরে আছে। যদি সে ইনজুরি মুক্ত থাকার পাশাপাশি নিজেকে ফিট ধরে রাখতে পারে তাহলে আন্তর্জাতিক ক্রিকেট তার আধিপত্য অনেক বছর দেখা যাবে। মোস্তাফিজ ছাড়াও এ তালিকায় আরও রয়েছেন পাকিস্তানের বাবর আজম, ভারতের জসপ্রিত বুমরাহ, শ্রীলঙ্কার কুশল মেন্ডিস, অস্ট্রেলিয়ার প্যাট্রিক কামিন্স, ইংল্যান্ডের স্যাম বিলিংস, দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা এবং নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার। সীমিত ওভারের ক্রিকেট মানেই যেখানে চার-ছক্কার ফুলঝুরি, বোলারের ওপরে ব্যাটসম্যানের তাণ্ডব সেখানেও স্ব-মহিমায় উদ্ভাসিত মোস্তাফিজ। তার কাটার, ইয়র্কার, স্লোয়ারে বিভ্রান্ত হয়েছেন বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানরা। সবচেয়ে মিতব্যয়ী পেসারের কীর্তির যেন কোনো শেষ নেই। গতবারের আইপিএল জিতেছিলেন আসরের সেরা উদীয়মান খেলোয়াড় মোস্তাফিজ। রান দেয়ার ক্ষেত্রে কৃপণ ও ‘দ্য ফিজ’ খ্যাত মোস্তাফিজ আগামী জুনে ইংল্যান্ডে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তার চমক দেখাবেন, এমনটাই প্রত্যাশা করছেন মোস্তাফিজ ভক্তরা।
সংবাদ শিরোনাম
আইসিসির সেরা তরুণের তালিকায় মোস্তাফিজ
- Reporter Name
- আপডেট টাইম : ০৩:২২:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০১৭
- ২৭৫ বার
Tag :
জনপ্রিয় সংবাদ