আবারও সেই নিউজিল্যান্ডের মুখোমুখি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। গত বছরের শেষের দিকে এই নিউজিল্যান্ডই মাশরাফিকে দুঃস্বপ্ন উপহার দিয়েছিল। ডিসেম্বর-জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টানা তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টিতে হেরে যায় বাংলাদেশ। শুধু তাই নয়, হাতে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন মাশরাফি। নিজের ওভারেই কোরি অ্যান্ডারসনের জোরালো ড্রাইভ ঠেকাতে গিয়ে ডান হাতের বুড়ো আঙুল ফেটে যায় মাশরাফির। এতে ওভার সমাপ্ত না করেই মাঠ ছাড়েন দেশসেরা এই অধিনায়ক। পরবর্তীতে মাঠে ফিরতে তিন মাস অপেক্ষা করতে হয় মাশরাফিকে। এদিকে, স্লো ওভার রেটের কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞার কারণে ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচটি খেলতে পারেননি মাশরাফি। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলবেন তিনি। মাশরাফি ফেরায় দলের বাইরে চলে যেতে পারেন পেসার তাসকিন আহমেদ অথবা রুবেল হোসেন।
সংবাদ শিরোনাম
আবারও দুঃস্বপ্নের নিউজিল্যান্ডের মুখোমুখি মাশরাফি
- Reporter Name
- আপডেট টাইম : ১১:১৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০১৭
- ৪৮০ বার
Tag :
জনপ্রিয় সংবাদ