মেসি-রোনালদো দ্বৈরথের কথা সারাবিশ্বের ফুটবল প্রেমীরাই জানে। এ নিয়ে দুটো শিবিরেও বিভক্ত তাদের ভক্তরা। তবে, খুব সম্ভবত সেটি শুধু মাঠেই সীমাবদ্ধ। মাঠের বাইরে তারা দু’জনই একে অপরের ভালো বন্ধু। সেটিও সবারই জানা। তারপরও চোখে আঙ্গুল দিয়ে সেটি বুঝিয়ে দিলেন মেসির হবু স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো। চলতি বছরের জুন মাসে মেসির সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিয়ের পিঁড়িতে বসবেন রোকুজ্জো। এ উপলক্ষে আর্জেনটিনার রোজারিওতে এক ঝাঁকজমক অনুষ্ঠানের আয়োজন করা হবে। আর সেই অনুষ্ঠানে রিয়াল তারকা রোনালদোকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। গতকাল (মঙ্গলবার) একটি স্প্যানিশ সংবাদ মাধ্যম এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, বিয়ের ওই অনুষ্ঠানে বার্সেলোনার সকল ফুটবলারদের মঞ্চে রোনালদোকে এনে সেরা চমক দিতে চান আন্তোনেল্লা। সেই আমন্ত্রণে নাকি সাড়াও দিয়েছেন রোনালদো।
সংবাদ শিরোনাম
মেসির বিয়ের দাওয়াত পেলেন রোনালদো
- Reporter Name
- আপডেট টাইম : ১২:০৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০১৭
- ৩৪৩ বার
Tag :
জনপ্রিয় সংবাদ