অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি ওমর ফারুক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার দুপুরে অফিসে ঢোকার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন ফারুক। সঙ্গে সঙ্গে তাঁকে স্কয়ার হাসপাতালে নেয়া হয়। পরে রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বাংলা ট্রিবিউনের হেড অফ নিউজ হারুণ উর রশিদ গণমাধ্যমকে জানান, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর। স্ত্রী সানজিদা ওমর ও দুই মেয়ে রেখে গেছেন তিনি। দুই মেয়ের মধ্যে ফারিয়া ওমর ইরা দশম শ্রেণিতে পড়ে। ছোট মেয়ে দীপিকা ওমর দিয়া পড়ে ষষ্ঠ শ্রেণিতে। আজ রোববার বেলা ১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বেলা ২টার দিকে বাংলা ট্রিবিউন অফিসে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সব শেষ আসরের নামাজের পর মীর হাজিরবাগ খালপাড় জামে মসজিদে তৃতীয় জানাজা শেষে জুরাইন কবরস্থানে তাকে দাফন করা হবে।
সংবাদ শিরোনাম
বাংলা ট্রিবিউনের সাংবাদিক ওমর ফারুক মারা গেছেন
- Reporter Name
- আপডেট টাইম : ০৯:২৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০১৭
- ২৫২ বার
Tag :
জনপ্রিয় সংবাদ