মহামান্য রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ১৬ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত কিশোরগঞ্জে ও সুনামগঞ্জ ক্ষতিগ্রস্ত হাওর এলাকা ঘুরে দেখবেন। এই উপলক্ষে আজ বুধবার বঙ্গভবনের স্টেট ডায়নিং হলে সুনামগঞ্জের জেলা পর্যায়ের সকল কর্মকর্তাদের জরুরি সভায় ডাকা হয়েছে। দুপুর ১২ টায় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বডুয়া এই সভায় সভাপতিত্ব করবেন।
নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মঙ্গলবার রাত সাড়ে ১০ টায় খবর জানান, গণভবনে অনুষ্ঠিত এই সভায় বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ্ খান, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, জেলা পরিষদের প্রধান নির্বাহী জর্জেচ মিঞা, জেলার সকল নির্বাহী প্রকৌশলী, কৃষি সম্প্রসারণ বিভাগের ডিডি, জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা এবং জেলা পশু সম্পদ কর্মকর্তাকে এই সভায় উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।
সংবাদ শিরোনাম
রাষ্ট্রপতি আসছেন হাওর পরিদর্শনে
- Reporter Name
- আপডেট টাইম : ১২:৩২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০১৭
- ৩৪২ বার
Tag :
জনপ্রিয় সংবাদ