ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

তরমুজের দাম ১৭ লাখ টাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০১৭
  • ৩৭৫ বার

ফল বিক্রি করেও লাখোপতি হওয়া সম্ভব। মনে হতে পাড়ে পাগলের প্রলাপ কিন্তু এমনটাই ঘটেছে জাপানে। জাপানে এমনই এক তরমুজ কেনার জন্য সকলে এতটাই মরিয়া যে এই তরমুজ বিক্রি করে যে টাকা উঠে আসছে, যা দিয়ে একটি গাড়ি কিনে ফেলা যায়।

জানা গেছে, দুটি তরমুজের মূল্য প্রায় ১৭ লাখ ৪১ হাজার টাকা পর্যন্ত উঠেছে।

সম্প্রতি জাপানে বিশেষ জাতের দুইটি তরমুজের দাম উঠেছে ১৭ লক্ষ ৪১ হাজার টাকা। এই বিশেষ জাতের তরমুজের নাম ইউবারি কিং৷ এর উৎপাদনস্থল জাপানের ইউবারি নামক স্থানে৷ অর্থাৎ একটি তরমুজ বিক্রি করতে পারলেই আপনার ব্যাংক ব্যালান্স নিমেষে রাতারাতি বেড়ে যাবে।

এই বিশেষ প্রজাতির তরমুজ কিনতে গেলে পৌঁছেতে হবে জাপানের হোয়োগো প্রান্তের সুপার মার্কেটে। কারণ হিসেবে বলা হয়, এই তরমুজ এতটাই মিষ্টি যে তা কেনার জন্য এমনই মরিয়া হয়ে ওঠে তরমুজপ্রেমীরা। আর তাই তার মূল্য হয় আকাশছোঁয়া৷

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

তরমুজের দাম ১৭ লাখ টাকা

আপডেট টাইম : ১১:৫৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০১৭

ফল বিক্রি করেও লাখোপতি হওয়া সম্ভব। মনে হতে পাড়ে পাগলের প্রলাপ কিন্তু এমনটাই ঘটেছে জাপানে। জাপানে এমনই এক তরমুজ কেনার জন্য সকলে এতটাই মরিয়া যে এই তরমুজ বিক্রি করে যে টাকা উঠে আসছে, যা দিয়ে একটি গাড়ি কিনে ফেলা যায়।

জানা গেছে, দুটি তরমুজের মূল্য প্রায় ১৭ লাখ ৪১ হাজার টাকা পর্যন্ত উঠেছে।

সম্প্রতি জাপানে বিশেষ জাতের দুইটি তরমুজের দাম উঠেছে ১৭ লক্ষ ৪১ হাজার টাকা। এই বিশেষ জাতের তরমুজের নাম ইউবারি কিং৷ এর উৎপাদনস্থল জাপানের ইউবারি নামক স্থানে৷ অর্থাৎ একটি তরমুজ বিক্রি করতে পারলেই আপনার ব্যাংক ব্যালান্স নিমেষে রাতারাতি বেড়ে যাবে।

এই বিশেষ প্রজাতির তরমুজ কিনতে গেলে পৌঁছেতে হবে জাপানের হোয়োগো প্রান্তের সুপার মার্কেটে। কারণ হিসেবে বলা হয়, এই তরমুজ এতটাই মিষ্টি যে তা কেনার জন্য এমনই মরিয়া হয়ে ওঠে তরমুজপ্রেমীরা। আর তাই তার মূল্য হয় আকাশছোঁয়া৷