ডাম্বালুতে শনিবার রাতে প্রথম ওয়ানডেতে ৯০ রানে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচের সিরিজে টাইগাররা এগিয়ে গেছে ১-০তে। এই জয়টাকে গুরুত্বপূর্ণ মনে করছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
ম্যাচ শেষে তিনি বলেন, জয়টা খুব গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে তিন ম্যাচ সিরিজে প্রথম ম্যাচের জয়টা সবসময়ই গুরুত্বপূর্ণ। আমরা প্রায় পারফেক্ট ম্যাচ খেলেছি। আমরা বিশ্বাস করি, যদি নিজেদের সেরাটা খেলতে পারি তাহলে আমাদের হারানো কঠিন।
প্রথমে ব্যাট করে বাংলাদেশ তুলে ৫ উইকেটে ৩২৪। জবাবে শ্রীলঙ্কাকে ৪৫.১ ওভারে ২৩৪ রানে অলআউট করে দেয় টাইগাররা। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে অসাধারণ নৈপূণ্য দেখায় বাংলাদেশ।
দলের এমন পারফরম্যান্সে বেজায় খুশি মাশরাফি বলেছেন,‘ আমরা অলরাউন্ড নৈপূণ্য দেখিয়েছি। এই মাঠের পরিসংখ্যান যদি দেখেন তাহলে দেখবেন এখানে ২৬০-২৭০ গড় রান। সেখানে আমরা ৩২৪ করেছি। তামিমকে আমি অনেক বড় কৃতিত্ব দিব। সাকিব খুবই ভালো ইনিংস খেলেছে। আর চমৎকার ফিনিশিং দিয়েছে রিয়াদ ও মোসাদ্দেক।’