রাষ্ট্রকেই প্রমাণ করতে হবে রাষ্ট্র সবার, কোন বিশেষ গোষ্ঠির নয়। এদেশ মুসলিম হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসীসহ সব ধর্ম-বর্নের।
মঙ্গলবার দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গনে সমতল আদিবাসীদের জন্য ভূমি কমিশন গঠনের দাবিতে জাতীয় আদিবাসী পরিষদ আয়োজিত গনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান একথা বলেন।
ড. মিজানুর রহমান আদিবাসীদের সাংবিধানিক অধিকার লংঘনের কথা উল্লেখ করে বলেন, যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা ও মানবাধিকার লংঘন করেছিল, তারা প্রত্যেকে এদেশে রাজনৈতিক-সামাজিক-অর্থনৈতিকসহ সব সুবিধা-অধিকার ভোগ করছে। অথচ আদিবাসীরা রাষ্ট্র স্বীকৃত অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।
জাতীয় আদিবাসী পরিষদ সভাপতি রবীন্দ্র সরেনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মানূষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনাম, হেকস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর অনিক আসাদ, আদিবাসী ফোরামের সাধারন সম্পাদক সঞ্জীব দ্রং, সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুর শাখার সভাপতি আনোয়ারুল ইসলাম তানু, দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি চিত্ত ঘোষ।